loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

মুন্সিগঞ্জ-গজারিয়া ফেরি-সেবার উদ্বোধন


মুন্সিগঞ্জ-গজারিয়া ফেরি-সেবার উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব নদ-নদীর নাব্যতা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী রবিবার (৩ জুন) গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে মুন্সিগঞ্জ-গজারিয়া ফেরি-সেবার উদ্বোধনকালে এই নির্দেশ দেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রধানমন্ত্রী চারটি টিইইউ সেলফ-প্রোপেল্ড মাল্টিপারপাস ইনল্যান্ড কন্টেইনার শিপ এবং চারটি ৮ ইঞ্চি কাটার সাকশন এম্ফিবিয়ান ড্রেজারের উদ্বোধন করেন। দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী এগুলো তৈরি করেছে।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ-সময় নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। নৌপরিবহণ সচিব মো. আবদুস সামাদ মন্ত্রণালয়টির অর্জন শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন।

মুন্সিগঞ্জ থেকে জেলা প্রশাসক সায়লা ফারজানা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্থানীয় সংসদ সদস্যবর্গ রাজনীতিক ও জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Loading...