loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

সিটিও এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন আবুল কাশেম শিরিন


সিটিও এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন আবুল কাশেম শিরিন

সিটিও ফোরাম বাংলাদেশ প্রতি বছর নিজ নিজ প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য “সিটিও এক্সিলেন্সি অ্যাওয়ার্ড” প্রদান করে সিটিওদের সম্মানিত করে আসছে। এ-বছর ১১ ও ১২ মে সিটিও ফোরাম বাংলাদেশ আয়োজিত “সিটিও টেক সামিট ২০১৮”-এ কৌশলগত নেতৃত্ব, তথ্য প্রযুক্তি বাস্তবায়নে অসামান্য অবদান রাখা এবং ডাচ বাংলা ব্যাংকের ডিজিটাল উন্নয়নে ভূমিকা রাখায় ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোঃ শিরিনকে “সিটিও এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮”-এ ভূষিত করা হয়েছে।

“সিটিও এক্সিলেন্সি অ্যাওয়ার্ড”টি ২০১৬ সাল থেকে প্রদান করা হচ্ছে। প্রথম সিটিও এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোঃ শিরিন ২০০৩ সালে হেড অফ আইটি হিসাবে এই ব্যাংকে যোগদান করেন। তাঁর নেতৃত্বে ডিবিবিএল দেশের সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে যা - এই ব্যাংকে বিপুল পরিমাণ গ্রাহক আকৃষ্ট করেছে। তিনি দুই স্তর (2 এফএ) নিরাপত্তা এবং প্রথম চিপভিত্তিক নিরাপদ ইএমভি ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে দেশের প্রথম ই-কমার্স পেমেন্ট গেটওয়ে স্থাপনের জন্য বৃহত্তম পিওএস নেটওয়ার্ক স্থাপন করেছেন।

২০১১ সালে তিনি ডিবিবিএল-এর মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস (মোবাইল ব্যাংকিং) পরিকল্পনা করে তা সফলভাবে শুরু করেছেন। তিনি ডিবিবিএল-এ বায়ােমেট্রিকভিত্তিক এজেন্ট ব্যাংকিং অপারেশন শুরু করার জন্য প্রযুক্তিগত এবং ব্যবসায় - উভয়ে ক্ষেত্রেই প্রশংসা অর্জন করেছেন। 

আবুল কাশেম মোঃ শিরিনের কাজের স্বীকৃতি স্বরূপ ডাচ বাংলা ব্যাংক তাঁকে পর্যায়ক্রমে উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত করে। ডিবিবিএল-এ যোগদানের আগে তিনি বেসিক ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং আইটি প্রধান ছিলেন।

আবুল কাশেম মোঃ শিরিন সুনামগঞ্জ জুবিলি হাইস্কুল, সিলেট এম.সি. কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি), ব্যাংককে পড়াশোনা করেছেন।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...