loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বাংলাদেশের দলের প্রধান কোচ স্টিভ রোড্স


বাংলাদেশের দলের প্রধান কোচ স্টিভ রোড্স

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক স্টিভ রোড্স। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। রোড্সের কোচ হওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে।

২০১৭ সালের অক্টোবরে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেন শ্রীলংকার সাবেক খেলোয়াড় চন্ডিকা হাথুরুসিংহে। এরপর থেকে টাইগারদের প্রধান কোচের পদটি শূন্য হয়ে রয়েছে। এ-অবস্থায় দেশের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় টেস্ট ও টি-২০ সিরিজ, নিদাহাস ট্রফির পর আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি সিরিজ খেলেছে বাংলাদেশ।

আগামী ২০ জুন থেকে নতুন দায়িত্ব পালন শুরু করবেন রোডস। খেলোয়াড়ি জীবন অবশ্য খুব বেশি সমৃদ্ধ নয় তাঁর। ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট, ৯টি ওয়ানডে খেলেন এই ডান-হাতি খেলোয়াড়। টেস্টে ২৯৪ রান ও ওয়ানডেতে ১০৭ রান করেন তিনি। উইকেটের পেছনে টেস্টে ৪৬টি ক্যাচ ও ৩টি স্ট্যাম্প ও ওয়ানডেতে ৯টি ক্যাচ ও ২টি স্ট্যাম্প করেন রোডস।

২০০৬ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে উইচেস্টারশায়ারের কোচের দায়িত্ব পালন করে আসছেন রোডস। এই দলেই ১৯৮৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেছেন তিনি।

গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রোডসকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

Loading...