loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সাকিবের আরেকটি বিশ্ব রেকর্ড


সাকিবের আরেকটি বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য এক রেকর্ড স্পর্শ করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। আন্তর্জাতিক অঙ্গনে তিন ফরম্যাট মিলিয়ে ৩০১টি ম্যাচে ব্যাট হাতে অন্তত ১০ হাজার রান এবং বল হাতে অন্তত ৫০০ উইকেট শিকারের নজির গড়লেন অলরাউন্ডার সাকিব। তাঁর মতো এই অর্জন এর আগে স্পর্শ করেছেন দুই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহিদ আফ্রিদি।

ক্যালিস ও আফ্রিদির মতো আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১০হাজার রান করে ও ৫০০ উইকেট শিকার করে তাঁদের পাশে নাম লেখালেন সাকিব। তবে তাঁদেরকে ছাড়িয়ে অনন্য বিশ্বরেকর্ডই গড়লেন তিনি। কারণ ক্যালিস ও আফ্রিদির যেখানে লেগেছে ৫০০’র বেশি ম্যাচ, সেখানে সাকিবের লাগলো মাত্র ৩০১টি ম্যাচ।

বৃহস্পতিবার (৭ জুন) দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানে ১ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করেন সাকিব। অবশ্য ব্যাট হাতে আগেই ১০হাজার রান পূর্ণ করেছেন তিনি।

এখন পর্যন্ত টেস্টে ৩৫৯৪, ওয়ানডেতে ৫২৪৩ ও টি-২০তে ১২৫৫ (আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগ পর্যন্ত) রান করেছেন সাকিব। বল হাতে টেস্টে ১৮৮, ওয়ানডেতে ২৩৫ ও টি-২০তে ৭৭ উইকেট শিকার করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Loading...