loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য, বলেছেন অর্থমন্ত্রী


প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য, বলেছেন অর্থমন্ত্রী

২০১৮-১৯ অর্থবছরের জন্যে জাতীয় প্রস্তাবিত বাজেটকে বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার (৮ জুন) আয়োজিত বাজেট পেশ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

অর্থমন্ত্রী বলেন, “যখন আমরা বাজেট প্রস্তাব দেই, তা বাস্তবায়ন করা যাবে কী যাবে না সে-বিষয়ে চিন্তাভাবনা করেই দেই।”  তাঁর মতে, প্রতি বছরই বাজেটে ঘাটতি থাকে। কিন্তু, আগের বছরগুলোর তুলনায় এ-বছর ঘাটতির পরিমাণ কমেছে।

সম্মেলনে তাঁর পূর্ববর্তী বাজেটগুলোর সুফলের কথা তুলে ধরে মুহিত বলেন, বিগত বছরগুলোতে দেশের দারিদ্রের হার কমেছে, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন বেড়েছে। মানুষের ক্রয় ক্ষমতা ও জীবনযাত্রার মান বৃদ্ধির কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

প্রতিটি বাজেটই নির্বাচনের সঙ্গে সংযুক্ত উল্লেখ করে মুহিত বলেন, শুধুমাত্র নির্বাচনের বছর হিসেবে এই বাজেট দেওয়া হয়নি। প্রতিবারের মতোই এই বাজেট দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরো বলেন, এক সময় বাংলাদেশের বাজেট করার জন্যে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভর করতে হতো। এখন তা করতে হয় না। সেই অবস্থার পরিবর্তন করে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ জুন) অর্থমন্ত্রী জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন। এতে তিনি মোট দেশজ আয় (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৭.৮ শতাংশ।

Loading...