loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরােপা জিতলাে বাংলাদেশ


নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপের শিরােপা জিতলাে বাংলাদেশ

কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে ফাইনাল ম্যাচ জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিলো ৯ রান। হাতে তখন ৫ উইকেট। হারমানপ্রিত কৌরের প্রথম বলে ১ রান নেওয়ার পর টাইগ্রেসদের দরকার হয় ৫ বলে ৮ রান। দ্বিতীয় বলে রুমানা চার হাঁকালে ব্যবধান কমে এসে দাঁড়ায় ৪ বলে ৪ রান। তৃতীয় বলে এক রান নেওয়ার পরে চতুর্থ ও পঞ্চম বলে পর পর দুই উইকেট হারায় বাংলাদেশ। রুমানা রান আউট হওয়ার আগে পঞ্চম বলটিতে আসে আরও ১ রান। ফলে শেষ বলে প্রয়োজন ছিলো দুই রান। জাহানারা আলম বলটা উড়িয়ে মেরেই দৌঁড়াতে থাকেন। তাঁর সঙ্গে অধিনায়ক সালমা ইসলাম দুই দফায় প্রান্ত ক্রিজের বদল করে বাংলাদেশকে প্রথম শিরোপা জেতার স্বাদ দেন।

ভারতকে হারিয়ে এই প্রথম এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার (১০ জুন) মালোয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতকে মাত্র ১১২ রানে আটকে দেয় বাংলাদেশের নারীরা। ওই রান তাড়ায় শেষ বল পর্যন্ত গিয়ে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ।

নারীদের এশিয়া কাপে ভারত ছাড়া কেউ কখনো শিরােপা জিততে পারেনি। এবার সেই তালিকায় নাম উঠালো বাংলাদেশের। পুরুষ-নারী সব মিলিয়ে কোন এশিয়া কাপ ক্রিকেটে এই প্রথম চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এর আগে নারী-পুরুষ মিলিয়ে কখনো কোন আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযােগিতার শিরোপা জেতেনি বাংলাদেশ। পুরুষরা এশিয়া কাপে দুইবার ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও প্রথমবার ফাইনালে উঠেই জিতেছে সালমা খাতুনের দল।

১১৩ রানের লক্ষ্যটা ছোট হলেও ভারতের শক্তিশালী স্পিন আক্রমণের কারণে কাজটা সহজ ছিলো নাে মােটেই। সে-লক্ষ্যে পৌঁছাতে শুরুটা অবশ্য বেশ ভালোই করে বাংলাদেশ। দুই ওপেনিং ব্যাটার শামিমা সুলতানা ও আয়েশা রহমান এনে দেন দারুণ সূচনা।

সপ্তম ওভারে গিয়ে পুনম যাদবের বলে আউট হন দুজনেই। ওয়ানডাউনে নামা ফারজানা হক পিংকি ১১ রানে বেশি করতে পারেননি। তবে খেলার মোড় ঘুরিয়েছেন নিগার সুলতানা। এই ডানহাতি ব্যাটার অভিজ্ঞ ঝুলন গোস্বামীর এক ওভারে তিনটি চার মেরে খেলা নিজেদের দিকে নিয়ে আসেন। ২৪ বলে ৪ বাউন্ডারিতে ২৭ রান করা নিগারের আউটের পরে থমকে গিয়েছিল বাংলাদেশ। তবে বোলিংয়ের মতো ব্যাট হাতেও ভরসার নাম হয়েছেন রুমানা আহমেদ। ২২ বলে ২৩ রান এক বল আগে রান আউট হন তিনি। তখন জেতার জন্য দরকার ১ বলে ২ রান।

এর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে ভারতকে চেপে ধরেন রুমানা-খাদিজারা। নবম ওভারে মাত্র ৩২ রানে ভারতের ৪ উইকেট ফেলে দেয় বাংলাদেশ। বাংলাদেশের স্পিনারদের চাপে সারাক্ষণই অস্বস্তিতে ছিলাে ভারতের নারীরা। ব্যতিক্রম শুধু ছিলেন হারমানপ্রিত কাউর। শেষ বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেছেন তিনি। ভারত থামতে পারতো আরও কম রানেই। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হারমানপ্রিত নিজের জাত চিনিয়ে ভারতকে নিয়ে যান তিন অঙ্ক ছাড়িয়ে।

প্রায় প্রতি ম্যাচেই বাংলাদেশের সেরা বোলার রুমানা এদিনও দেখিয়েছেন নিজের ঝলক। ৪ ওভার বল করে ২২ রানে নেন ২ উইকেট। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন খাদিজাতুল কুবরা।

এবার এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিলো টাইগ্রেসরা। এরপর তাঁরা জিতেছে টানা পাঁচটি ম্যাচ। হারিয়েছে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে। ফাইনালে ভারতে হারালো আরও একবার।

অভিনন্দন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Loading...