loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

জয় দিয়েই শেষ হলো ব্রাজিলের প্রস্তুতি


জয় দিয়েই শেষ হলো ব্রাজিলের প্রস্তুতি

আঘাত থেকে সেরে উঠেই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। করেছিলেন দুর্দান্ত এক গোলও। তবে তখনো নিজেকে পুরোপুরি ফিট ভাবতে পারেননি তিনি; বলেছিলেন - ৮০ ভাগ প্রস্তুত। যাহোক, রোববার (১০ জুন) স্বাগতিক অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে তিনি-যে পুরোপুরি প্রস্তুত - সেটাই হয়তো জানান দিলেন!

হ্যাঁ, বলা হচ্ছিলো ব্রাজিলের নেইমারের কথা।

ব্রাজিলিয়ান কোচ তিতে এবার ‘সর্বকালের সেরা’ দল নিয়েই ফুটবল বিশ্বকাপে এসেছেন বলে বলা হচ্ছে। পুরোপুরি ‘ব্যালেন্সড টিম’ যাকে বলে। বিশ্বকাপ মিশনের শেষ প্রস্তুতি ম্যাচেও সেরকমই প্রমাণ দিলেন তিতের শিষ্যরা।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকেন নেইমার-জাজুসরা। খেলার ৩৬ মিনিটে জাসুসের শটে গোলের সূচনা হয়। এরপর ৬৩ মিনিটে নেইমারের গোল। পরপর দু’ম্যাচে গোল করে নিজের নামের প্রতি সুবিচার করলেন পিএসজি সুপারস্টার।

খেলার বেশিরভাগ সময়ই নেইমার-জাসুস-কটিনহোদের দখলেই ছিলো বল। নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করতে পেরেছেন - তা বদলি হিসেবে নামা ফারমিনোর পাস থেকে করা ৬৯ মিনিটে কটিনহোর গোল থেকেই অনুমান করা যায়। 

শেষ পর্যন্ত অস্ট্রিয়ার বিপক্ষে নেইমার, জাসুস ও কটিনহোর গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।

Loading...