loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

জামিন পেলেন গায়ক আসিফ


জামিন পেলেন গায়ক আসিফ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গ্রেফতার হওয়া সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জামিন-আবেদন মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১১ জুন) সকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী ১০ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন-আবেদন মঞ্জুর করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

রবিবার (১০ জুন) আসিফের পক্ষে তাঁর আইনজীবী অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ হিরু ঢাকার সিএমএম আদালতে জামিনের জন্য আবেদন করেন। এর আগে গত ৬ জুন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসিফের জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠান।

গত ৫ জুন দিনগত রাতে রাজধানীর কাওরান বাজারে আসিফ আকবরের স্টুডিও থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। এর আগে ৪ জুন সন্ধ্যায় গীতিকার-সুরকার শফিক তুহিন আইসিটি আইনে আসিফের বিরুদ্ধে মামলাটি করেন। এতে আসিফ ছাড়াও আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়।

মামলার এজাহারে শফিক তুহিন উল্লেখ করেন, তিনি জানতে পেরেছেন যে, আসিফ আকবর ও তাঁর সহকারীরা অনুমতি ছাড়াই তাঁর সঙ্গীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২ জুন রাতে তাঁর ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়া গান বিক্রির ঘটনাটি উল্লেখ করে তিনি একটি পোস্ট দেন। সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য করেন ও হুমকি দেন। পরের দিন রাতে আসিফ নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে লাইভে আসেন ও তাঁর বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। 

তবে আসিফ আদালতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

Loading...