loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

কোস্টারিকাকে সহজে হারালো বেলজিয়াম


কোস্টারিকাকে সহজে হারালো বেলজিয়াম

ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বেলজিয়াম। সোমবার (১১ জুন) ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করে বেলজিয়াম। তবে খেলার ধারার বিপরীতে ২৪তম মিনিটে গোল খেয়ে বসে তাঁরা।

পিছিয়ে পড়ে অবশ্য পাল্টা জবাব দিতে দেরি করেনি স্বাগতিকরা। ৩১তম মিনিটে ডি-বক্সে ডান দিক থেকে একজনকে কাটিয়ে দূরের পোস্টে বল বাড়ান এডেন হ্যাজার্ড। আর গোলমুখে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক কেইলার নাভাসকে সহজেই পরাস্ত করেন ফরোয়ার্ড ড্রিস মের্টেন্স।

দলকে সমতায় ফেরানো মের্টেন্স ৪২তম মিনিটে এগিয়ে যেতে অবদান রাখেন। ডান দিক থেকে তাঁর বাড়ানো ক্রস ছয় গজ বক্সের বাইরে ডান পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার লুকাকু।

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটে ব্যবধান বাড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভালো একটি মৌসুম কাটিয়ে আসা লুকাকু। ডান দিকের বাইলাইন থেকে উইঙ্গার নাসের চাদলির কাটব্যাক ছয় গজ বক্সে পেয়ে হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

৬৪তম মিনিটে গোছানো এক আক্রমণে ব্যবধান আরও বাড়ান মিচি বাতসুয়াই। ডি-বক্সে হ্যাজার্ডের ছোট করে বাড়ানো বল ধরে ডান দিকে পাস দেন লুকাকু। আর ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে বল জালে ঠেলে দেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড বাতসুয়াই।

Loading...