loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

সালমাদের জন্য বিসিবি’র ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা


সালমাদের জন্য বিসিবি’র ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

ঢাকায় ফিরেছে টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (১১ জুন) সন্ধ্যায় মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখে সালমা-রুমানা-জাহানারাবাহিনী। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এদিকে, এশিয়া কাপ জয়ী দলকে ২ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এই দলের প্রত্যেককে অন্তত ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে, জানিয়েছেন বিসিবি সভাপতি। 

ঢাকায় আসার পর রাজধানীর একটি হোটেলে নারী ক্রিকেটদলকে সংবর্ধনা দেয় ক্রিকেট বোর্ড। এই অনুষ্ঠানেই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এবং বিসিবি’র কর্মকর্তাবৃন্দ।

গত রবিবার (১০ জুন), টানা ছয়বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সপ্তম টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারীদল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারায় শক্তিশালী ভারতকে।

এই প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশের নারী ক্রিকেট দল। অতীতে বাংলাদেশের পুরুষ দল ফাইনালে উঠেও শিরোপা জয়ে ব্যর্থ হয়েছে। পুরুষ ও নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম শিরোপা জেতার ঘটনাও এটি। 

Loading...