loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

টিভি-পর্দায় বিশ্ব কাঁপানো বিশ্বকাপ


টিভি-পর্দায় বিশ্ব কাঁপানো বিশ্বকাপ

বিশ্বকাপ ফুটবল ২০১৮ শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ জুন)। রাশিয়ার ১১টি শহরের ১২টি মাঠ থেকে ৩২টি দলের ৬৪টি খেলা সরাসরি দেখতে পাবেন বাংলাদেশের টিভি দর্শক। এবার বিশ্বকাপ ফুটবলের খেলাগুলাে দেখা যাবে বাংলাদেশের মাছরাঙা টিভি আর নাগরিক টিভিতে। বেশ কিছু খেলা দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে। এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্টদের কাছ থেকে।

১৪ জুন (বাংলাদেশ সময়) রাত সাড়ে আটটায় শুরু হবে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী আসর। মস্কোর লুঝনিকি স্টেডিয়াম থেকে ১০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। রাত নয়টায় শুরু হবে এবারের আসরের প্রথম ম্যাচ। আয়ােজক দেশ রাশিয়া এবং সৌদি আরবের মধ্যে হবে উদ্বোধনী ম্যাচ।

জানা গেছে, এবারের বিশ্বকাপে মোট ৬৪টি খেলার মধ্যে নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ৫৬টি খেলা। বাকি খেলাগুলো সম্প্রচার করা হবে ধারণ করে। এর বাইরে ফিফা থেকে পাওয়া খেলোয়াড়দের বিশ্লেষণ ও বিভিন্ন খেলার হালনাগাদ থাকবে নাগরিকের অন্যান্য আয়োজনে।

প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে নাগরিকের পর্দায় থাকবে তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠান ‘ফুটবল: পা-গোল’। উপস্থাপনা করবেন মারিয়া নূর। এই অনুষ্ঠানে প্রথম দিন থেকেই অংশ নেবেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। প্রতিটি খেলা শেষে থাকছে ‘ফাটাফাটি বিশ্বকাপ’ শিরোনামে আরও একটি সরাসরি অনুষ্ঠান। এ ছাড়া দেশের অন্যান্য টিভি চ্যানেলও বিশ্বকাপ ফুটবল নিয়ে অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে সনি পিকচার্স নেটওয়ার্ক। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানসহ ৬৪ টি ম্যাচ সরাসরি দেখা যাবে সনি টেন টু তে। এছাড়া এইচডি দেখা যাবে সনি টেন ওয়ান এইচডি ও সনি টেন টু এইচডিতে।

Loading...