loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

প্রথমবারের মতো ব্যবহৃত হলো ভিএআর প্রযুক্তি


প্রথমবারের মতো ব্যবহৃত হলো ভিএআর প্রযুক্তি

রাশিয়া বিশ্বকাপে শনিবার (১৬ জুন) ফুটবলের নতুন এক ইতিহাস রচিত হয়েছে। ফ্রান্স বনাম অস্ট্রেলিয়ার গ্রুপ-সি’র ম্যাচে ভিডিও অ্যাসিসটেস্ট রেফারি (ভিএআর)-এর সহায়তা নেওয়ার মাধ্যমে বিশ্বকাপে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহৃত হলো। এর মাধ্যমে ম্যাচ পরিচালনাকারী রেফারির সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে ভিএআর প্রযুক্তির সিদ্ধান্তে ফ্রান্সকে পেনাল্টি উপহার দেওয়া হয়।

কাজানে অনুষ্ঠিত গ্রুপ-সি’র প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পল পগবার একটি পাসে এন্টোইন গ্রিজম্যানকে বক্সের ভিতর চ্যালেঞ্জ করে বসেন অসি ডিফেন্ডার জসুয়া রিসডন। উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনহা গ্রিজম্যানের আবেদন নাকচ করে দিয়ে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ভিএআর বেঁকে বসে। 

ভিডিও রিভিউ’র মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তাঁরা কুনহাকে পেনাল্টি দিতে নির্দেশ দেন। যে-কারণে কুনহা তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করে ফ্রান্সকে পেনাল্টি দিতে বাধ্য হন। যদিও অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলো। আর এ-কারণে কাজান এরিনার জায়ান্ট স্ক্রিনে ভিএআর দল তাঁদের সিদ্ধান্তটি কেন দেওয়া হয়েছে তা উপস্থিত সকলকে বুঝিয়ে দেয়।

অবশ্য মাত্র চার মিনিটের মাথায় স্যামুয়েল উমতিরি হ্যান্ডবলে প্রাপ্ত পেনাল্টি থেকে মিলে জেডিনাকের স্পট কিকের গোলে অস্ট্রেলিয়া ম্যাচে সমতা ফিরিয়েছিল। এরপর ৮১ মিনিটে পল পগবার গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়।

Loading...