loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

মার্সেলোকে ব্রাজিলের অধিনায়ক ঘোষণা


মার্সেলোকে ব্রাজিলের অধিনায়ক ঘোষণা

বিশ্বকাপে ব্রাজিল দলের নেতৃত্ব কে দিচ্ছেন, এ নিয়ে অনেক জল্পনা-কল্পনার পর এ-পদে ঘোষণা করা হয়েছে লেফট ব্যাক মার্সেলোর নাম। তবে শুধু প্রথম ম্যাচের অধিনায়ক হিসেবে তাকে দায়িত্ব দেওয়ায় পুরো টুর্নামেন্ট কী হবে, তা নিয়ে কিছুটা রহস্য রয়েই গেছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

রোববার (১৭ জুন) দিনগত রাত ১২টায় রাশিয়ার রোস্টভ অনদন স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। তার আগে কোচ তিতে অধিনায়ক হিসেবে মার্সেলোর নাম ঘোষণা করলেন।

গুঞ্জন আছে যে, খেলোয়াড়দের ওপর অধিনায়কত্বের চাপ কমানোর জন্য তিতে পর্যায়ক্রমে সবাইকেই পৃথক ম্যাচে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছেন। মার্সেলোকে শুধু প্রথম ম্যাচের জন্য অধিনায়ক ঘোষণা করে সে-গুঞ্জনটাইকে যেন ভিত্তি দিলেন সেলেকাও কোচ।

তিতে দলের দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিল দলের অধিনায়কত্ব নিয়ে অনেক জলঘোলা হয়েছে। এ-নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালে তৎকালীন কোচ কার্লোস দুঙ্গা অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছিলেন থিয়াগো সিলভাকে। এরপর নেতৃত্ব নিয়ে নেইমারকেও বিভিন্ন সময়ে শুনতে হয়েছে সমালোচনা।

এসবের মধ্যে ৫৭ বছর বয়সী তিতে ২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর সবকিছু গোছানোর কাজে হাত দেন। তিনি নজর দেন অধিনায়কত্ব নিয়ে সংকটেও। এরই অংশ হিসেবে গত ২১টি ম্যাচে ১৪ জনকে অধিনায়কত্ব করিয়েছেন তিনি। রোববার মার্সেলো অধিনায়কত্ব করলে এই সংখ্যা দাঁড়াবে ২২ ম্যাচে ১৫।

এবার ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলে অধিনায়কের আর্মব্যান্ডটি উঠে যেতে পারে নেইমারের হাতে।

Loading...