loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

রাশিয়ার বিপক্ষে খেলবেন সালাহ


রাশিয়ার বিপক্ষে খেলবেন সালাহ

আগামী মঙ্গলবার (১৯ জুন) স্বাগতিক রাশিয়ার বিপক্ষে দলের সেরা তারকা মোহাম্মদ সালাহর মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। আঘাত থেকে ফিরে পুরোপুরি ফিট হতে না পারায় উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি সালাহ। তবে মিশরের ম্যাচে সালাহ খেলা নিশ্চিত বলে জানিয়েছে ইএফএ। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

গত ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে আঘাত পেয়েছিলেন লিভারপুলের হয়ে খেলতে নামা ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা সালাহ। এরপর চিকিৎসকরা জানান, ‘‘তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সালাহকে।’’ 

তারপরও সালাহকে বিশ্বকাপ দলে রাখে মিশর। দ্রুত সুস্থ হয়ে উঠায় প্রথম ম্যাচে অল্প কিছুক্ষণের জন্য সালাহকে খেলানোর পরিকল্পনা ছিলো মিশরের। কিন্তু তাঁকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি মিশরের কোচ হেক্টর পুকার। তিনি বলেন, ‘‘কিছুক্ষণ বা এক অর্ধ খেলার জন্য ফিট ছিলো সালাহ। কিন্তু তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাইনি।’’

তবে উরুগুয়ের বিপক্ষে সালাহ খেলবেন বলে জানিয়েছে ইএফএ। তারা জানায়, ‘‘সালাহ আগের চেয়ে অনেক বেশি সুস্থ। তাঁকে পরের ম্যাচে খেলতে দেখা যাবে।’’

‘এ’ গ্রুপে উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছে মিশর।

Loading...