loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

নান্দনিক মেক্সিকোর কাছে ব্যর্থ হলো জার্মান-যন্ত্র


নান্দনিক মেক্সিকোর কাছে ব্যর্থ হলো জার্মান-যন্ত্র

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। রবিবার (১৭ জুন) তরুণ স্ট্রাইকার হার্ভিং লোজানোর একমাত্র গোলে জার্মানিকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে মেক্সিকো।

লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে জার্মান-শিবিরে একের পর এক পাল্টা আঘাত হানে মেক্সিকানরা। বল দখলের লড়াইয়ে ম্যাচের শুরু থেকে পিছিয়ে থাকা মেক্সিকানরা এগিয়ে ছিলেন ক্ষুরধার পাল্টা আক্রমণে।

ম্যাচের ৩৫তম মিনিটে স্ট্রাইকার হারভিং লোজানো জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে দলকে এগিয়ে নেন। এরপর গোল পরিশোধে মরিয়া হয়েও মেক্সিকোর গোলরক্ষক গিলারমো ওচোয়াকে পরাভূত করতে পারেননি জার্মান খেলোয়াড়রা। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতে যেতে হয় জোয়াকিম লো’র শিষ্যদের।

দ্বিতীয়ার্ধে মেক্সিকোকে চেপে ধরে গোল পরিশোধের চেষ্টা করেন মেসুত ওজিল-টনি ক্রুসরা। কিন্তু মেক্সিকোর শক্ত রক্ষণব্যুহ ভেদ করতে পারেননি তাঁরা। ম্যাচের সময় যতো গড়াতে থাকে ততোই আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি।

৬১ ও ৬৫ মিনিটে দুটি সুযোগ নষ্ট করেন ড্রাক্সলার ও কিমিচ। ৬৭ মিনিটে সহজ সুযোগ মিস করেন টিমো ওয়ার্নার। ৭৬ মিনিটে ক্রুসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর হতাশ হন জুলিয়ান ড্রাক্সলার। তাঁর শট ঠেকিয়ে দেন ওচোয়া। ৭৯ মিনিটে ওজিল আবারো হতাশার পালে হাওয়া দেন।

শেষ দশ মিনিট মুহুর্মুহু আক্রমণে মেক্সিকোর রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন টনি ক্রুস, টমাস ম্যুলাররা। তবে তা সত্ত্বেও অটল ছিলেন মেক্সিকোর খেলোয়াড়রা। শেষ পর্যন্ত জয় হয়েছে মেক্সিকানদের প্রতিরোধের। জার্মান-যন্ত্রকে তাঁরা বিকল করে ফেলতে পেরেছেন মেক্সিকান নান্দনিকতায়।

Loading...