loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

কলম্বিয়ার বিপক্ষে জাপানের প্রথম জয়


কলম্বিয়ার বিপক্ষে জাপানের প্রথম জয়

কলম্বিয়াকে হারিয়ে ২১তম ফুটবল বিশ্বকাপে দারুন সূচনা করলো এশিয়ার দেশ জাপান। মঙ্গলবার (১৯ জুন) ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপান ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে। কলম্বিয়ার বিপক্ষে এটিই জাপানের প্রথম জয়।

রাশিয়ার সারানস্কে বিশ্বকাপের পঞ্চদশ ম্যাচে শুরুতেই বল দখলের লড়াই করে কলম্বিয়া ও জাপান। কিন্তু তিন মিনিটেই বড় ধরনের ধাক্কা খায় কলম্বিয়া। জাপানের মিডফিল্ডার শিনজি কাগাওয়াকে নিজেদের ডি বক্সের ভেতর অবৈধভাবে বাধা দেন কলম্বিয়ার কার্লোস সানচেজ। ফলে লাল-কার্ড দেখতে হয় তাঁকে। পেনাল্টিও পায় জাপান। এবারের বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন সানচেজ। পেনাল্টি থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন কাগাওয়া। দেশের হয়ে নিজের ৯৩তম ম্যাচে এটি ছিল কাগাওয়ার ৩১তম গোল।

দশজনের দলে পরিণত হয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় কলম্বিয়া। অন্যদিকে, দ্বিতীয় গোলের জন্য মুখিয়ে ছিলো জাপান। যাহোক, ৩৯ মিনিটে গোলের দেখা পায় কলম্বিয়া। ডি-বক্সের বাইরে রাদামেল ফ্যালকাওকে ফাউল করেন জাপানের রক্ষণভাগের খেলোয়াড় জেন সোজি। ফলে ফ্রি-কিক পায় কলম্বিয়া। ফ্রি-কিক থেকে গোল করেন মিডফিল্ডার হুয়ান ফার্নান্দো কুইন্টেরো। 

জাতীয় দলের হয়ে চতুর্দশ ম্যাচে চতুর্থ গোল পেলেন কুইন্টেরোর। জাপানের গোলরক্ষক ইজি কাওয়াশিমা গোল হয়নি রেফারির কাছে দাবি করেন। পরে ভিডিও রেফারির সহায়তা নিয়ে কলম্বিয়ার গোল নিশ্চিত করেন মাঠের রেফারি। ফলে ম্যাচে ১-১ সমতা আসে। এই স্কোরেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ, পাল্টা-আক্রমণ চালায় উভয় দল। তবে গোল হচ্ছিলো না। অবশ্য বল দখলে পারদর্শিতা দেখিয়েছে জাপানই। এ-অবস্থায় ম্যাচের ৭৩ মিনিটে আবারো গোল পায় জাপান। মিডফিল্ডার কেইসুকে হোন্ডার কর্নার থেকে হেডে বল জালে পাঠান স্ট্রাইকার ইউয়ায়া ওসাকো (২-১)।

দ্বিতীয়বারের মতো পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি কলম্বিয়া। কারণ, বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে কলম্বিয়াকে পরিকল্পিত আক্রমণ করতে দেয়নি জাপান। তাই শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় জাপানিরা।

এর আগে তিনবার মুখোমুখি হয়েছিলো জাপান ও কলম্বিয়া। এর মধ্যে দুইবার জয় পায় কলম্বিয়া। একটি ম্যাচ হয় ড্র। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে সর্বশেষ দেখা হয়েছিলো দু’দলের। গ্রুপ পর্বে ওই ম্যাচে ৪-১ গোলে জেতে কলম্বিয়া।

Loading...