loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ম্যারাডোনাকে ছুঁয়ে পুসকাসকে ছাড়িয়ে গেলেন রোনালডো


ম্যারাডোনাকে ছুঁয়ে পুসকাসকে ছাড়িয়ে গেলেন রোনালডো

লিওনেল মেসির পূর্বসূরির গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালডো। হ্যাঁ, আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়েছেন এই পর্তুগিজ অধিনায়ক। সেই সঙ্গে ছাড়িয়ে গেছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে।

মরক্কোর বিপক্ষে ম্যাচে বুধবারও (২০ জুন) সবার নজর ছিলো রোনালডোর ওপরই। জোয়াও মুটিনহোর ক্রসে সতীর্থরা যখন লাফ দিচ্ছিলেন, রোনালডো তখন দক্ষ শিকারির মতো নিচু হয়ে বল খুঁজে নিলেন। দারুণ এক হেডে এগিয়ে দিলেন দলকে; এবং সে-গোলেই ছুঁয়েছেন ফুটবলের অন্যতম কিংবদন্তি ম্যারাডোনাকে।

এ-খেলার আগ পর্যন্ত বিশ্বকাপে ছয়টি গোল করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে গোলদাতাদের তালিকায় সবচেয়ে ওপরে ছিলেন ম্যারাডোনা। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকের বদৌলতে অধিনায়ক হিসেবে রোনালডোর গোলসংখ্যা হয়েছিলো পাঁচ। বুধবার এক গোল করে ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ফরোয়ার্ড। আর গোলটি দিয়েই আরেক কিংবদন্তি পুসকাসকে ছাড়িয়ে গেছেন সি আর সেভেন।

আন্তর্জাতিক ফুটবলে রোনালডোর গোল এখন ৮৫টি। ইউরোপিয়ান অঞ্চলে জাতীয় দলের হয়ে এখন সবচেয়ে বেশি গোলের মালিক এই রিয়াল মাদ্রিদ তারকা। এতদিন এই রেকর্ড ছিলো আরেক রিয়াল তারকা পুসকাসের। হাঙ্গেরির হয়ে ৮৯ ম্যাচে ৮৪ গোল করেছেন তিনি। অবশ্য ইউরোপের গণ্ডি পার হলে সবার চেয়ে এগিয়ে আছেন ইরানের আলী দাইয়ি। তাঁর গোলসংখ্যা ১০৯। 

Loading...