loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দিয়াগো কস্তার গোলে স্পেনের জয়


দিয়াগো কস্তার গোলে স্পেনের জয়

বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার পথ প্রশস্ত করেছে স্পেন। রাশিয়ার কাজানে বুধবার (২০ জুন) অতিরক্ষণাত্মক কৌশলে খেলা ইরানের বিরুদ্ধে মাত্র এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্পেনকে। প্রথম ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে দুই গোল করা দিয়াগো কস্তা-ই ইরানের বিরুদ্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন ৫৪ মিনিটে।

এদিন গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। ইতোমধ্যে তিন পয়েন্ট অর্জন করা ইরানের এদিন ড্র পেলেই শেষ ষোলোতে যাওয়ার পথ বিস্তৃত হতো। কিন্তু দ্বিতীয় পর্বে যেতে হলে স্পেনের জন্য জয়ের কোনো বিকল্প ছিলো না। প্রথম ম্যাচে পর্তুগালের সাথে ৩-৩ গােলে ড্র করে স্পেন।

বুধবারের ম্যাচ ড্র করতে পারলে ইরানের পয়েন্ট হতো চার, স্পেনের দুই। ফলে ইরানের দ্বিতীয় পর্বে যাওয়ার আশা অনেকটাই উজ্জ্বল হতো। তাই ইরান স্বাভাবিকভাবেই বেছে নিয়েছিলো রক্ষণাত্মক কৌশল।

ইরান প্রথমার্ধে ভালোভাবেই আটকে রেখেছিলো ২০১০-এর শিরোপাধারীদের। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ইরানের রক্ষণ-প্রাচীর ভেঙে গোল পেলেন কস্তা। আন্দ্রেস ইনিয়েস্তার জাদুকরি পাসে কস্তার ফিনিশিং। এক গোলে এগিয়ে থেকে স্পেন তা ধরে রাখে ম্যাচের শেষ পর্যন্ত।

স্পেনের জালে একবার বল পাঠাতে সফলও হয়েছিলো ইরান, কিন্তু ‘ভিএআর’ পদ্ধতির বদৌলতে রক্ষা পায় ইনিয়েস্তারা। হ্যান্ডবল হওয়ার কারণে ইরানের গোলটি বাতিল হয়ে যায়।

Loading...