loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড


শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড

পিছিয়ে পড়েও বিশ্বকাপ ফুটবলের ২৬তম ম্যাচে সার্বিয়াকে হারিয়েছে সুইজারল্যান্ড। শুক্রবার (২২ জুন) ‘ই’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ড ২-১ গোলে হারায় সার্বিয়াকে। এই জয়ে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড। অবশ্য হারলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়নি সার্বিয়ারও। কারণ দুই খেলায় তিন পয়েন্ট রয়েছে তাঁদের। সমানসংখ্যক ম্যাচে চার পয়েন্ট করে রয়েছে ব্রাজিল ও সুইজারল্যান্ডের। তাই এই গ্রুপ থেকে ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার শেষ ষোলোতে যাওয়ার পথ এখনো খোলা।

এই গ্রুপের প্রথম মাচে কোস্টা রিকাকে ১-০ গোলে হারায় সার্বিয়া। ব্রাজিল ও সুইজারল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাই শুক্রবার সুইজারল্যান্ডকে হারালেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যেতো সার্বিয়ার। এমন লক্ষ্যে কালিনিনগ্রাদে ম্যচের শুরুটা ভালোভাবেই করে সার্বিয়া। পাঁচ মিনিটেই দুসান টেডিচের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে সার্বিয়াকে ১-০তে এগিয়ে দেন আলেক্সান্ডার মিট্রোভিচ। ফলে শুরুতেই চাপে পড়ে যায় সুইজারল্যান্ড।

চাপে পড়লেও ভেঙ্গে পড়েনি তাঁরা। প্রতিপক্ষের সীমানায় ঠিকই আক্রমণ চালিয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডে তিনজন খেলোয়াড়কে রেখে সেখান থেকে আক্রমণ রচনা করার চেষ্টা করে সুইসরা। যেটি করেছিলো সার্বিয়াও। দু’দলই এ-ম্যাচে ৪-২-৩-১ ফরম্যাটে খেলেছে।

৬৯ শতাংশ বল দখলে নিয়ে আক্রমণ করলেও প্রথমার্ধে সফল হতে পারেনি সুইজারল্যান্ড। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় তাঁরা। ৫২ মিনিটে সার্বিয়ান ডি বক্সের প্রায় ২০ গজ দূর থেকে তীব্র শটে গোল করেন সুইজারল্যান্ডের গ্রানিট ঝাকা। সমতা আসার পরেও গোলের জন্য মরিয়া ছিলো সুইজারল্যান্ড। লিড নিয়ে তা ধরে রাখতে না পারার আফসোস ছিলো সার্বিয়ারও। এমন অবস্থায় চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। নিশ্চিত ড্র’র দিকে এগিয়ে যাচ্ছিলো ম্যাচটি। কিন্তু নির্ধারিত সময়ে শেষ মিনিটে চমক দেখায় সুইজারল্যান্ড।

মধ্যমাঠ থেকে স্ট্রাইকার মারিও গাভরানোভিচের লম্বা পাস দেন জের্ডান শাকিরিকে। বল পেয়ে সার্বিয়ার গোল মুখে ছুটে যান তিনি। তাঁর শরীর ঘেষেই দৌড়াচ্ছিলেন সার্বিয়ার ডাস্কো টোসিচ। কিন্তু বল সুন্দরভাবে নিয়ন্ত্রণে নিয়ে সার্বিয়ার গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করে নেন শাকিরি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

আগামী ২৭ জুন নিজনি নভগোরোদে কোস্টা রিকার বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড। একই দিন মস্কোতে সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।

Loading...