loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

মুসার জোড়া গোলে জিতেছে নাইজেরিয়া


মুসার জোড়া গোলে জিতেছে নাইজেরিয়া

স্ট্রাইকার আহমেদ মুসার জোড়া গোলে ফুটবল বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে শুক্রবার (২২ জুন) আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। এই জয়ে দুই খেলায় তিন পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এলো আফ্রিকার দেশটি। দুই খেলায় সমান এক পয়েন্ট করে রয়েছে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের। দুই খেলায় ছয় পয়েন্ট নিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই চমক দেখায় আইসল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করে তাঁরা। তাই এদিন এক পয়েন্ট সাথে নিয়েই নাইজেরিয়ার মুখোমুখি হয় নবাগত দলটি। অন্যদিকে ক্রোয়েশিয়ার কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিলো নাইজেরিয়া।

শুক্রবার ভলগোগ্রাদ এরেনায় আইসল্যান্ডের বিপক্ষে বল দখলে চমক দেখিয়েছে নাইজেরিয়া। সুপার ইগলরা ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে আক্রমণ করার চেষ্টা করে। অবশ্য আক্রমণ করলেও আইসল্যান্ডের গোলমুখে একটিও শট নিতে পারেনি তাঁরা। তারপরও আইসল্যান্ডকে চাপে রেখেছিলো ভালোভাবেই।

চাপে পড়লেও ভড়কে যায়নি আইসল্যান্ড। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার অনুপ্রেরণা এদিনও কাজ করছিলো তাঁদের। বল দখলে না রাখতে পারলেও নাইজেরিয়ার সীমানায় আক্রমণ ঠিকই করেছে তাঁরা। অবশ্য ৫-৬টি আক্রমণ করলেও তা থেকে গোল হয়নি। ফলে গোলশূন্যই থাকে প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় নাইজেরিয়া। ৪৯ মিনিটে স্ট্রাইকার ভিক্টর মসেসের পাস থেকে প্রথম গোল করেন আক্রমণভাগের আরেক খেলোয়াড় আহমেদ মুসা। প্রথম গোলের পরে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা নাইজেরিয়া আক্রমণের ধার বাড়ায়। ফলশ্রুতিতে ৭৫ মিনিটে আবারো গোলের দেখা পায় তাঁরা। এবারো গোলদাতা মুসা। রক্ষণভাগ থেকে উঠে আসা কেনেথ ওমেরুর যোগান দেওয়া বল গোলে পরিণত করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নাইজেরিয়া। অবশ্য ৮৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় আইসল্যান্ড। ভিডিও রেফারির সহায়তায় পেনাল্টিও পায় তাঁরা। কিন্তু পেনাল্টি কিকটি গোলবারের বাইরে মারেন মধ্যমাঠের খেলোয়াড় জিলফি সিগার্ডসন। বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় নাইজেরিয়া।

আগামী ২৬ জুন সেইন্ট পিটার্সবার্গে আর্জেন্টিনার মুখোমুখি হবে নাইজেরিয়া। একইদিন রস্টোভে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আইসল্যান্ড।

Loading...