loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ইরানের বিদায়, দ্বিতীয় পর্বে পর্তুগাল


ইরানের বিদায়, দ্বিতীয় পর্বে পর্তুগাল

গ্রুপ ‘বি’র শেষ দুই ম্যাচের নাটকীয়তায় বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠলো স্পেন ও পর্তুগাল। উভয় দলেরই একটি জয় দুইটি ড্র নিয়ে সমান পাঁচ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং দ্বিতীয় হয়েছে রোনালদোর পর্তুগাল। চার পয়েন্ট নিয়ে ইরান তৃতীয় এবং এক পয়েন্ট নিয়ে মরক্কো চতুর্থ স্থানে থাকায় চলতি বিশ্বকাপ আসর থেকে বিদায় নিতে হলো তাঁদের।

ম্যাচের ফলাফল যখন নিশ্চিত পর্তুগালের পক্ষে, খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে, ঠিক সেই সময় গোল করে পর্তুগিজ শিবিরকে স্তব্ধ করে দিয়ে গোল করে বসেন ইরানের কারিম আনসারিফার্দ। নিশ্চিত জয়ের বদলে ১-১ গোলে ড্র করতে হলো পর্তুগালকে। তবে ম্যাচ ড্র হলেও দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোতে উঠেছেন রোনালদোরা।

ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘বি’ গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। ‘বি’ গ্রুপ থেকে পর্তুগালের সঙ্গে শেষ ষোলোতে উঠেছে স্পেন। পর্তুগালের সঙ্গে ড্র করে ইরানকে শেষ পর্যন্ত বাড়ির পথই ধরতে হলো। 

সোমবার (২৫ জুন) রাশিয়া বিশ্বকাপের অপর ম্যাচে মরক্কো ড্র করেছে স্পেনের সঙ্গে। ফলে সমান পাঁচ পয়েন্ট করে নিয়ে স্পেন ও পর্তুগাল উঠলো শেষ ষোলোতে। চার পয়েন্ট অর্জন করে বিদায় নিতে হলো ইরানকে। মাত্র এক পয়েন্ট পেয়ে গ্রুপ পর্ব থেকে মরক্কোর বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিলো আগেই। 

ইরানের বিপক্ষে প্রথমার্ধের শেষ মিনিটে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। ৫১ মিনিটে সেই ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ মিস করেন এই আসরে চার গোল করা রোনালদো। পেনাল্টি পেয়েও তা মিস করেছেন সিআর সেভেন। বাঁ দিকে ঝাপিয়ে পড়ে ইরানকে রক্ষা করেন গোলরক্ষক।

রাশিয়া বিশ্বকাপে এটি ১৯তম পেনাল্টি। এক বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টির রেকর্ড এটি। এর আগের রেকর্ড (১৮ টি পেনাল্টি) ১৯৯০, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপের।

এছাড়া, এবারের বিশ্বকাপে পেনাল্টি মিস করা পঞ্চম খেলোয়াড় হলেন রোনালদো। এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সর্বোচ্চ ছয়টি পেনাল্টি মিসের রেকর্ড আছে।

সোমবার প্রথমার্ধে দুই দল আক্রমণাত্মক খেললেও দ্বিতীয়ার্ধেই বেশি উত্তেজনা ছিলো মাঠে। রোনালদো পেনাল্টি মিসের পর লাল কার্ডও দেখতে পারতেন! নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে ইরানের মোর্তেজা পাউরালিয়াগানজিকে কনুই দিয়ে হালকা গুঁতো মেরেছিলেন রোনালদো। প্যারাগুয়ে রেফারি এনরিক ক্যাকেরেস সিদ্ধান্ত নিতে আবারও ভিএআর-এর দ্বারস্থ হন। তার আগে রোনালদোর সঙ্গে বেশ কথা-কাটাকাটি হয়েছে ইরানের খেলোয়াড়দের। তবে পর্তুগিজ তারকা এ-যাত্রায় হলুদ কার্ড দেখেই রক্ষা পান।

Loading...