loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা


নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা

সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে মঙ্গলবার (২৬ জুন) নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুর দিকে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আক্রমণাত্মক আর্জেন্টিনা। খেলার ১৪ মিনিটে এভার বানেগা সহায়তায় দুর্দান্ত গোলটি করে আলবিসেলেস্তে অধিনায়ক। বিশ্বকাপে ৬৬০ মিনিট পরে গোলের দেখা পেলেন মেসি। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষেই গোল করেছিলেন তিনি।

অধিনায়ক লিওনেল মেসি ও মার্কোস রোহোর গোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে নাইজেরিয়াকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।। এই জয়ে তিন খেলায় চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে রানারআপ হয়ে শেষ ষোলোতে উঠলো মেসির দেশ।

একইদিন এই গ্রুপের অন্য ম্যাচে ক্রেয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। ফলে তিন খেলায় নয় পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ক্রোয়েশিয়া। তিন পয়েন্ট নিয়ে নাইজেরিয়া তৃতীয় ও এক পয়েন্ট নিয়ে আইসল্যান্ড চতুর্থ হলো।

নাইজেরিয়া বিপক্ষে ১৪ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ৫১ মিনিটে পেনাল্টি থেকে নাইজেরিয়ার ভিক্টর মসেস গোল করে ম্যাচে সমতা আনেন। এরপর ৮৬ মিনিটে রোহো আবারো গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ক্রোয়েশিয়া মোকাবেলা করবে ডেনমার্ককে।

Loading...