loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

মাঠে চলছিল ফুটবলের লড়াই, গ্যালারিতে মারপিট!


মাঠে চলছিল ফুটবলের লড়াই, গ্যালারিতে মারপিট!

বিশ্বকাপ আয়োজকদের শঙ্কাটা শেষ পর্যন্ত সমস্যায় রূপ নিচ্ছে। ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা ম্যাচ চলাকালে স্টেডিয়ামের মধ্যে কয়েক ক্রোয়াট সমর্থককে পিটিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন আর্জেন্টাইন–সমর্থকেরা। এদিকে, সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের গ্যালারিতে মারপিটে জড়িয়ে পড়েছিলেন দুই দলের সমর্থকরা। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এর আগে, আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের গ্যালারিতে কয়েক জন ক্রোয়েশিয়ান সমর্থককে মারপিট প্রথম বিতর্কের জন্ম দিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। গতকাল ব্রাজিল সমর্থকরাও আর্জেন্টাইনদের মতো স্পার্তাক মস্কোর গ্যালারিতে সার্বিয়ার সমর্থকদের পিটিয়েছে।

বিশ্বকাপে উগ্র সমর্থকদের নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন আয়োজকেরা। এ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তাঁরা। ক্রোয়াট–সমর্থকদের ওপর চড়াও হওয়ার জন্য আর্জেন্টিনার সেই উগ্র সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফিফা। তবে মারামারিতে জড়িয়ে পড়া ব্রাজিল কিংবা সার্বিয়ার কোনো সমর্থকের বিপক্ষে ফিফার ব্যবস্থার নেওয়ার খবর সংবাদমাধ্যমে আসেনি। নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি বলেই হয়তো এ নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি আয়োজকেরা।

Loading...