loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ক্যান্সারে আক্রান্ত সোনালী বেন্দ্রে


ক্যান্সারে আক্রান্ত সোনালী বেন্দ্রে

ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সোনালী বেন্দ্রে। বর্তমানে রােগটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে বুধবার (৪ জুলাই) টুইট করেছেন এই ভারতীয় অভিনেত্রী। এই বিষয়টা কিছুটা অপ্রত্যাশিতভাবেই জানতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

বেশ কিছুদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ’-এর বিচারকের ভূমিকায় ফিরে বেশ খুশি ছিলেন সোনালী। তবে এক পর্যায়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই শো’র বিচারকের ভূমিকা থেকে সরে দাঁড়ান। আর এরপরেই তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পেলাে।

সোনালী বেন্দ্রে মুম্বাইয়ের এক মারাঠি পরিবারে ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন তামিল, তেলুগু, মারাঠি এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৯৪ সালে গোবিন্দ’র বিপরীতে ‘আগ’ ছবির মধ্যে দিয়ে বলিউডে তাঁর যাত্রা শুরু হয়। পাঁচ বছরের প্রেমে পরে ২০০২ সালে সোনালী বিয়ে করেন পরিচালক গোল্ডি বহেলকে। বলিউডের তিন খানের সাথেই অভিনয় করা অন্যতম অভিনেত্রী হচ্ছেন সােনালী।

Loading...