loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

মালালাকে নিয়ে ছবি 'গুল মাকাই'-এর ফার্স্ট লুক প্রকাশিত


মালালাকে নিয়ে ছবি 'গুল মাকাই'-এর ফার্স্ট লুক প্রকাশিত

নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের জীবন কাহিনী নিয়ে বলিউডে নির্মিত হয়েছে বায়োপিক ছবি ‘গুল মাকাই’ । গত মঙ্গলবার এর ফার্স্ট লুক প্রকাশ হয়েছে টুইটারে। পাকিস্তানের সোয়াট উপত্যকার একজন সাধারণ মেয়ে থেকে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হয়ে হওয়ার পথটা একেবারেই মসৃণ ছিলো না মালালার। ফার্স্ট লুকের পোস্টারটিতেও সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পোস্টারে তাঁর হাতে দেখানো হয়েছে বই। আর হাতের মধ্যেই রয়েছে জ্বলন্ত এক উপত্যকা। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

পোস্টারটির শুরুতে লেখা রয়েছে, একটি শিশু, একজন শিক্ষক, একটি কলম ও একটি বই- পৃথিবীটা বদলে দিতে পারে। 'গুল মাকাই' নামে মালালার বায়োপিকটি তুলে ধরবে শিক্ষার জন্য তাঁর সংগ্রাম ও সোয়াট উপত্যকায় ঘটে যাওয়া তার পরের ঘটনাগুলো। 

মালালা চরিত্রে রুপদানকারী রিম শাইখ এর আগে বেশ ক'টি টিভি শো'তে অভিনয় করেছেন। এছাড়াও অমিতাভ ও ফারহান আখতারের 'ওয়াজির' ছবিতে তাঁকে দেখা গেছে। এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কাশ্মীরের গান্দেরবালের কয়েকটি জায়গায়। গুজরাতের ভুজ ও মুম্বাইয়েও শুট হয়েছে বেশ কিছু দৃশ্যের।

Loading...