loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শুক্রবার ঢাকায় আসছে ‘ইনক্রেডিবলস টু’


শুক্রবার ঢাকায় আসছে ‘ইনক্রেডিবলস টু’

‘ইনক্রেডিবলস’ এক সুপারহিরো পরিবারের গল্প। যেখানে মা-বাবা আর তিন ছেলেমেয়ে, সবারই আছে অদ্ভুত, অবিশ্বাস্য সব ক্ষমতা। এসব ক্ষমতা কাজে লাগিয়ে দুষ্টু লোকদের শায়েস্তা করতে গিয়ে মজার সব কাণ্ড ঘটায় তারা। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ভক্তদের মন জয় করার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। পেয়েছে অস্কার পুরস্কার। খবর গণমাধ্যমের।

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর ফিরলেন ইনক্রেডিবলসরা। গত ১৫ জুন দ্বিতীয়বারের মতো পর্দায় এসেছেন তারা। মুক্তি পেয়েই দর্শকদের বিপুল সাড়া পেয়েছে ছবিটি। ২০ কোটি ডলার বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ৩৪ কোটি ডলারের বেশি।  এত সফল ছবিটি এবার আসছে বাংলাদেশের দর্শকদের মাতাতে। শুক্রবার (৬ জুলাই) থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রিডেবল’ শুধু ভক্তদের মনই জয় করেনি, সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ঘরে তুলে নিয়েছিল অস্কার।

Loading...