loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • রাসায়নিক গুদাম সরাতে সহযোগিতার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

  • বেসিস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সফটএক্সপোর যৌথ আয়োজক

মিরপুর ইনডোর স্টেডিয়ামে বড় পর্দায় খেলা দেখাবে প্রাণ ফ্রুটো


মিরপুর ইনডোর স্টেডিয়ামে বড় পর্দায় খেলা দেখাবে প্রাণ ফ্রুটো

ফুটবলপ্রেমীদের জন্য মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশাল পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে দেশের জনপ্রিয় ফ্রুট ড্রিংক প্রাণ ফ্রুটো। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল - সবগুলো ম্যাচ এখানে উপভোগ করা যাবে। 

স্টেডিয়ামে ৩২ X ২০ ফিট বিশিষ্ট বিশাল স্ক্রিনে খেলা দেখার পাশাপশি থাকছে ফুড ফেস্টিভাল, লাইভ কনসার্ট, প্রিয় তারকার সাথে ফুটবল আড্ডা, র‌্যাফেল ড্রসহ নানান আয়োজন। শুক্রবার (৬ জুলাই) সন্ধ্যায় এই আয়োজনের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

প্রাণ ফ্রুটো’র হেড অফ মার্কেটিং আতিকুর রহমান জানান, “ফুটবলপ্রেমীদের অনেকেই বড় পর্দায় দল বেঁধে খেলা দেখতে পছন্দ করেন। এঁদের বেশিরভাগই তরুণ। এসব বিষয় মাথায় রেখেই আমাদের এই আয়োজন।” 

তিনি আরও জানান, যেকেউ বিনামূল্যে স্টেডিয়ামে বড় পর্দায় খেলা উপভোগ করতে পারবেন। তবে প্রবেশের জন্য প্রাণ ফ্রুটো বোতলের লেবেল দেখাতে হবে।  

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...