loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি

  • সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের সংশোধিত ফলাফল প্রকাশিত

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি আর নেই

  • এফএ কাপে টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যানইউ

  • ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

১৪ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে ‘রেনেসাঁ’


১৪ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে ‘রেনেসাঁ’

১৪ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড দল রেনেসাঁ। বেশ কিছু নতুন গান বেঁধেছে তারা। সেখান থেকে বাছাই করে ১০টি গান রাখা হবে এই অ্যালবামে। প্রকাশিতব্য গানের কথা ও সুরের কাজ চূড়ান্ত হয়েছে। চলছে রেকর্ডিং। সবকিছু ঠিকঠাক থাকলে অল্প কিছুদিনের মধ্যে অ্যালবামের রেকর্ডিংয়ের কাজটিও শেষ করে ফেলবেন বলে জানালেন দলের অন্যতম সদস্য নকীব খান। প্রতিষ্ঠার ৩৩ বছরে এটি হবে রেনেসাঁর পঞ্চম অ্যালবাম। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

২০০৪ সালে সর্বশেষ অ্যালবাম প্রকাশ করে ব্যান্ড রেনেসাঁ। নাম ছিল ‘একুশ শতকে রেনেসাঁ’। এরপর অল্প বিস্তর গানের কাজ করলেও আর কোনও অ্যালবাম প্রকাশ হয়নি। তবে এবার নতুন অ্যালবামের জন্য কাজ শুরু করেছে দেশের অন্যতম প্রাচীন এ-ব্যান্ডটি।  

এ-পর্যন্ত দলটির চারটি অ্যালবাম প্রকাশ হয়েছে। এগুলো হলো- রেনেসাঁ (১৯৮৮), তৃতীয় বিশ্ব (১৯৯৩), একাত্তরের রেনেসাঁ (১৯৯৮) এবং একুশ শতকে রেনেসাঁ (২০০৪)।১৯৮৫ সালে গঠিত হয় ব্যান্ডটি। তাদের তুমুল জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- হৃদয় কাদামাটি, ভালো লাগে, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় প্রভৃতি।

Loading...