loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

৬৪ জেলায় তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক উৎসব


৬৪ জেলায় তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক উৎসব

তৃণমূল পর্যায়ে সংস্কৃতি-চর্চার প্রসার ও বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে বাংলাদেশের সব ক’টি জেলায় একযোগে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২০ ও ২১ জুলাই দেশের ৬৪ জেলাতেই এই উৎসব অনুষ্ঠিত হবে। খবর সংবাদ সংস্থার।

সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, দেশব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীবৃন্দ রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারিসারি, মুর্শিদী গান ইত্যাদি পরিবেশন করবেন। এছাড়া স্থানীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এমন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানকেও এ-উৎসবে প্রাধান্য দেওয়া হবে বলে তিনি জানান।

মন্ত্রী আরো বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সরকারের জনকল্যাণমূলক কর্মকান্ড নিয়ে বিভিন্ন ভিডিও তথ্যচিত্র এবং সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নকর্মের ভিডিও তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে। উৎসবের প্রচার কার্যক্রমে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানানো হয়।

সভায় সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব মসিউর রহমান, অতিরিক্ত সচিব রোকসানা মালেক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক শাহেনুর মিয়া, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading...