loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে বাংলাদেশ নারীদল


বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে বাংলাদেশ নারীদল

লেগ-স্পিনার ফাহিমা খাতুনের হ্যাট্রিকে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ নারীদল ৮ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এই জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের নারীরা। সেমির বাঁধা টপকে ফাইনালে উঠলেই আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে জাহানারা-সালমারা।

হল্যান্ডে মঙ্গলবার (১০ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ফাহিমার বোলিংয়ে ৩৯ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। প্রতিপক্ষে ব্যাটিং ইনিংসের ১৩তম ও নিজের তৃতীয় ওভারের শেষ তিন বলে উইকেট শিকার করে হ্যাট্রিক পূর্ণ করেন ফাহিমা। শেষ পর্যন্ত আট রানে চার উইকেট নেন তিনি। এছাড়া নাহিদা আক্তার ও রুমানা আহমেদ দুইটি করে উইকেট নেন।

জয়ের জন্য ৪০ রানের লক্ষ্য ৪১ বল ও দুই উইকেট খরচ করেই স্পর্শ করে ফেলে বাংলাদেশ। দলের পক্ষে নিগার সুলতানা অপরাজিত ২১ ও সানজিদা ইসলাম ১৫ রান করেন। 

এদিন ম্যাচ-সেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা খাতুন।

- সূত্র: ওয়েবসাইট

Loading...