loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

তৃতীয় হতে চান রবার্টো মার্টিনেজ


তৃতীয় হতে চান রবার্টো মার্টিনেজ

৩২ বছর পরে এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলো বেলজিয়াম। কিন্তু ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে সেমির গন্ডি আর পেরোতে পারেনি ১৯৮৬-এর চতুর্থ স্থান অর্জনকারীরা। রাশিয়ায় এখন তাই এখন তৃতীয়-স্থান নির্ধারণী ম্যাচের দিকে মনােযােগ দিচ্ছে বেলজিয়াম। আগামী শনিবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত নয়টায় সেইন্ট পিটার্সবার্গে সেই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে কোর্টোয়ারা। ম্যাচটি জিতে এবারের আসরে তৃতীয় হতে চান বেলজিয়ামের কোচ রবার্টো মার্টিনেজ।

তিনি বলেছেন, ‘‘আমাদের স্বপ্ন ছিলো বিশ্বকাপের ফাইনালে খেলা। কিন্তু সেটি এখন আর সম্ভব না। তবে এখন আমাদের ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে হবে। আমাদের সামনে তৃতীয় হওয়ার দারুন সুযোগ। আমরা তৃতীয়-স্থান নির্ধারণী ম্যাচে জিততে চাই।’’

চলতি বিশ্বকাপে চমক-জাগানিয়া দল বেলজিয়াম। ফিফা র‌্যাংকিং-এ তৃতীয় স্থানে থাকলেও বিশ্বকাপ শুরুর আগে ফেভারিটের তালিকায় ছিলো না কোর্টোয়া-ইডেন হ্যাজার্ডবাহিনী। তবে এবার খেলতে নেমেই চমক দেখিয়েছে রোমেলু লুকাকুরা। গ্রুপ পর্বে পানামা, তিউনিশিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে দ্বিতীয় পর্বে উঠেছিলাে তাঁরা।

শেষ ষোলোতেও অদম্য ছিলো বেলজিয়াম। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে তিনদশক পরে সেমিফাইনালে উঠে আসে। সেমিতে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে সমানতালেই লড়েছে বেলজিয়াম। কিন্তু ম্যাচের ৫১ মিনিটে স্যামুয়েল উমিতিতির একমাত্র গোলে ম্যাচটি তাঁদের হাতছাড়া হয়ে যায়।

মার্টিনেজ আরাে বলেন, ‘‘সেমিফাইনালের স্মৃতি ভুলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। যাতে আমরা এবারের বিশ্বকাপে তৃতীয় হতে পারি। এটি করতে পারলে বিশ্বকাপ ইতিহাসে তা বেলজিয়ামের সেরা সাফল্য হবে। কারণ ১৯৮৬ সালে আমরা প্রথমবারের মতাে সেমিফাইনালে উঠেছিলাম। ঐবারও ফাইনালে উঠতে ব্যর্থ হয় দল। শেষমেশ তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচেও আমরা হেরে যাই। তবে এবার তৃতীয় হয়েই বিশ্বকাপ শেষ করতে চাই আমরা।’’

ফ্রান্সের কাছে হেরে পুরো দল হতাশ বলে জানালেন মার্টিনেজ। তবে দলের খেলোয়াড়দের চাঙ্গা রাখার পণ করেছেন তিনি, ‘‘আমরা এখন হতাশার মধ্যেই আছি। এমনটা স্বাভাবিক। কিন্তু সামনে আরও একটি ম্যাচ আছে। বিশ্বকাপ বলেই এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। আমরা ম্যাচটি জিততে চাই। ছেলেদের এটিই বুঝিয়েছি। তৃতীয়-স্থান নির্ধারনী ম্যাচে জিততে পারলে ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে পারবো আমরা। তখন হতাশা কিছুটা হলেও কেটে যাবে।’’

- সূত্র: ওয়েবসাইট

Loading...