loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

‘সোনার বল লুকা মদ্রিচেরই প্রাপ্য’


‘সোনার বল লুকা মদ্রিচেরই প্রাপ্য’

প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইউরোপের দেশ ক্রোয়েশিয়া। শিরোপা-লড়াইয়ে তাঁদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দিদিয়ের দেশমের দলটি বেশ শক্তিশালী ও গোছানো; তবে জেলাকাে ডালিকের শিষ্যদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও কেউ উড়িয়ে দিতে পারছে না।

১৯৯৮-এর তৃতীয় স্থান অর্জনাকারী ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুরো দল কৃতিত্ব পেলেও প্রশংসার জোয়ারে ভাসছেন অধিনায়ক লুকা মদ্রিচ। এই মিডফিল্ডারের কাঁধে ভর করেই ক্রোয়েশিয়া এতোদূর এসেছে বলে মনে করছেন তাঁর সতীর্থরা। মিডফিল্ডার ইভান রাকিটিচ বলেছেন, মদ্রিচ পুরো টুর্নামেন্টে যেভাবে খেলেছেন তাতে ফাইনালের ফলাফল যা-ই হোক, সোনার বল (সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল) তাঁরই প্রাপ্য।

রোববার (১৫ জুলাই) মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে রাশিয়ায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শেষ লড়াই। এর দু’দিন আগে শুক্রবার (১৩ জুলাই) রাকিটিচ সাংবাদিকদের বলেছেন, ‘‘ফাইনালের ফলাফল যা-ই হোক, আমি আশা করি একজন ক্রোয়েশিয়ানের হাতেই সোনার বল উঠবে, আর সেই ক্রোয়েশিয়ান হচ্ছেন আমাদের অধিনায়ক মদ্রিচ। পুরো আসরে তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাতে এটা তাঁরই প্রাপ্য।’’

ফিফার সেরা একাদশেও অন্য ক্রোয়েশিয়ানরা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রোয়েশিয়ান দলের অন্যতম সেরা খেলোয়াড় রাকিটিচ। প্রথমবারের মতো ফাইনালে খেলতে নেমে ক্রোয়েশিয়া চ্যাম্পিয়নই হতে চাইবে উল্লেখ করে রাকিটিচ বলেন, ‘‘আমরা বিশ্বকাপটা চাই। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াইটা করবো আমরা।’’

- সূত্র: ওয়েবসাইট

Loading...