loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

গোল্ডেন বল জিতলেন মড্রিচ, গোল্ডেন বুট কেইনের


গোল্ডেন বল জিতলেন মড্রিচ, গোল্ডেন বুট কেইনের

রাশিয়া বিশ্বকাপ থেকে কেঁদেই বিদায় নিতে হলো ক্রোয়েশিয়াকে। শেষ হাসি হাসলো ফরাসীরাই। মূলত বড় ম্যাচে স্নায়ুচাপ সামলে নেওয়ার দক্ষতাই পার্থক্য গড়ে দিয়েছে রবিবার (১৫ জুলাই) মস্কাের লুঝনিকি স্টেডিয়ামে। তবে এর মধ্যেই অনন্য ছিলেন ক্রোয়েট অধিনায়ক লুকা মড্রিচ। ফলে জিতে নিয়েছেন গোল্ডেন বল।

এছাড়া গোল্ডেন বুট গেলো ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের হাতেই। গোল্ডেন গ্লাভস পেয়েছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্টোয়া। সেরা নবীন খেলোয়াড় হয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

প্রতিযােগিতার শুরু থেকেই ধারাবাহিকভাবে অসাধারণ ফুটবল খেলেছেন মড্রিচ। অনেক বড় ইতিহাস হয়তো রচনা করতে পারেননি - কিন্তু মন কেড়ে নিয়েছেন ঠিকই। আর তাই যথাযথ পুরস্কারই পেলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। অবশ্য দারুণ খেলেছেন বেলজিয়ামের এডেন হ্যাজার্ডও। চেলসির এই খেলোয়াড় জিতেছেন সিলভার বল। আর ব্রোঞ্জ বল পেয়েছেন ফরাসী তারকা এন্টোয়ান গ্রিজম্যান।

ছয়টি গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন হ্যারি কেইন। ফাইনালে হ্যাটট্রিক করতে পারলে সেরা গোলদাতা হওয়ার সুযোগ ছিলো গ্রিজম্যান ও এমবাপের। তবে কেউই তা করতে পারেননি। একটি গোল করে গোল দিয়েছেন দুইজনই। তাঁদের সঙ্গে সমান চারটি করে গোল দিয়েছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু ও রাশিয়ার চেরিশেভ। বেশি এসিস্ট থাকায় সিলভার বুট পেয়েছেন গ্রিজম্যান। ব্রোঞ্জ বুট পেয়েছেন লুকাকু।

শুরু থেকেই দুর্দান্ত কিছু গােল সেইভ করায় কর্টোয়াই জিতে নেন গোল্ডেন গ্লাভস। ১৯ বছর বয়সী এমবাপে হাতে যায় সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

Loading...