loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

জাপানে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড, সতর্কতা জারি


জাপানে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড, সতর্কতা জারি

জাপানে প্রচন্ড তাপদাহের কারণে কর্তৃপক্ষ সোমবার (২৩ জুলাই) নতুন করে সতর্কতা জারি করেছে। রাজধানী টোকিওতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে তাপদাহে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে তীব্র তাপমাত্রার কারণে ১২ হাজারের বেশি লোক হাসপাতালে ভর্তি হয়েছে। তবে একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, শুধু শনিবারই (২১ জুলাই) জাপানের বিভিন্ন স্থানে ১১ জনের মৃত্যু হয়েছে।

টোকিও বাইরে সায়মাতে কুমেগায়ে তাপমাত্রার রেকর্ড হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর প্রথমবারের মতো টোকিওতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে ৪০ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছে। যেসব এলাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি কিংবা তার চেয়ে বেশি, সেখানকার লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Loading...