loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ব্রাজিলের কোচের দায়িত্বে থাকছেন তিতে


ব্রাজিলের কোচের দায়িত্বে থাকছেন তিতে

রাশিয়া ২০১৮ বিশ্বকাপে ব্যর্থতা সত্ত্বেও ২০২২-এর আসর পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন তিতে। বুধবার (২৫ জুলাই) এ-সংক্রান্ত নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানায়, তিতের সঙ্গে চুক্তি নবায়ন করেছে সিবিএফ। নতুন চুক্তির আওতায় ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।

১৯৭৮ সালে ক্লডিও কটিনিয়াের পরে এই প্রথম বিশ্বকাপে ব্যর্থতার পরেও জাতীয় ফুটবল দলের কোচের সঙ্গে চুক্তি নবায়ন করলো ব্রাজিল। পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল ২০১৮ সালের বিশ্বকাপ শিরোপা প্রত্যাশীদের মধ্যে অন্যতম বিবেচিত হলেও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়।

সিবিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতে বলেন, ‘‘দলের মধ্যে ঐক্যবদ্ধ পরিবেশ এবং পেশাদরিত্ব বাড়ানোর শর্তে ফেডারেশন আমাদেরকে দায়িত্ব দিয়েছে। এটি একটি দারুন চ্যালেঞ্জ। এটা মোকাবেলার সুযোগ পেয়ে আমরা খুশি। এরই মধ্যে পরবর্তী ম্যাচের দিকে আমরা মনোনিবেশ করেছি।’’

এখন তিতের প্রধান লক্ষ্য হচ্ছে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয় করা - যেটি বসবে নিজেদের মাটিতে। এর আগে একগুচ্ছ প্রীতি ম্যাচে অংশগ্রহণ দিয়ে বিশ্বকাপ-পরবর্তী পুনর্বাসন কাজ শুরু করবে ব্রাজিল - যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর নিউজার্সিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

সিবিএফের নির্বাহী পরিচালক রোজেরিও ক্যাবোকলো বলেছেন, ‘‘সাড়ে ছয় বছরের জন্য লা সেলেকাওয়ের কোচিং স্টাফের দায়িত্ব দিয়ে সিবিএফ একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা বিশ্বাস করি, একটি সাবধানী পরিকল্পনার মাধ্যমে ব্রাজিল ফুটবল প্রত্যাশিত ফল লাভ করবে।’’

Loading...