loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চালু হয়েছে মেরুল বাড্ডা ইউলুপ


চালু হয়েছে মেরুল বাড্ডা ইউলুপ

যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর হাতিরঝিল-উত্তর (মেরুল বাড্ডা) ইউলুপ। শনিবার (২৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই ইউলুপটির উদ্বোধন করেন এবং পরে সেটি পরিদর্শন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের হলে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ইউলুপটি চালু হওয়ায় রাজধানীর রামপুরা, বনশ্রী, আফতাবনগর, শাহাজাদপুর ও বাড্ডা এলাকার যানজট অনেকাংশই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে হাতিরঝিল থেকে সহজেই রামপুরা-বনশ্রী হয়ে মালিবাগের দিকে যাওয়া যাবে। অন্যদিকে এসব এলাকা থেকে বের হয়ে হাতিরঝিল হয়ে কারওয়ানবাজার এলাকায় যেতে পারবেন যাত্রীরা।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ উপস্থিত ছিলেন।

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে রামপুরা ও বাড্ডার প্রান্তে দুইটি ইউলুপ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বাড্ডা প্রান্তের মেরুল বাড্ডায় ২১৪ মিটার দীর্ঘ এবং ৭ দশমিক ৭ মিটার প্রস্থ ইউলুপটি নির্মাণ করা হয়েছে। ২০১৬ সালের শুরুতে এই ইউলুপ নির্মাণের কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী।

Loading...