loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ঢাকায় ল্যাপটপ মেলা বৃহস্পতিবার থেকে


ঢাকায় ল্যাপটপ মেলা বৃহস্পতিবার থেকে

বৃহস্পতিবার (২ অগাস্ট) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে তিনদিনব্যাপী ল্যাপটপ মেলা। এক্সপো মেকারের আয়োজনে ‘এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮’ আয়োজন হতে যাচ্ছে। এবারের প্রদর্শনীতে একটি টাইটেল-স্পন্সর প্যাভিলিয়ন, পাঁচটি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টলে দেশ-বিদেশের প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের হালনাগাদ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। রোববার (২৯ জুলাই) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানাে হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেইন ভূঁইয়া, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. আল ফুয়াদ, অ্যাসার বাংলাদেশের চ্যানেল সেলস কনসালটেন্ট সাকিব হাসান ও এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান। 

ল্যাপটপের পাশাপাশি এই প্রদর্শনীতে পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট-নিরাপত্তা পণ্য ও ল্যাপটপের আনুষাঙ্গিক পণ্য ও যন্ত্রাংশ। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়কও উম্মোচন করা হবে বলে জানা গেছে।

প্রতিবারের মতো এবারো মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুইজে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবে। 

মেলা শেষ হবে রোববার (৫ অগাস্ট)।

Loading...