loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বায়ার্নে থাকতে পেরে ‘খুশি’ রদ্রিগেজ


বায়ার্নে থাকতে পেরে ‘খুশি’ রদ্রিগেজ

কলম্বিয়ান ফুটবল তারকা জেমস রদ্রিগেজ জানিয়েছেন বায়ার্ন মিউনিখে থাকতে পেরে তিনি দারুন খুশি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপের ব্যর্থতার পর এবারের মৌসুমে জার্মান জায়ান্টদের পক্ষে সবকিছুই জয় সম্ভব বলে রদ্রিগেজ বিশ্বাস করেন। ইএসপিএন’র সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘একটি বড় ক্লাব সবসময়ই শিরোপা জেতার আশা করে। বায়ার্ন তেমনই একটি বড় ক্লাব, যারা সবসময়ই লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দিকে নজর দেয়। গত মৌসুমে আমরা লিগ কাপে খেলেছি, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছি। কিন্তু দূর্ভাগ্যবশত: আমরা বাদ পড়েছি। কিন্তু এই বছর আমরা সবই চাই।’’

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছালেও রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নিতে হয়েছে বায়ার্নকে। পরবর্তী পর্যায়ে পৌঁছাতে হলে বায়ার্নকে কি করতে হবে এমন প্রশ্নের উত্তরে ২৭ বছর বয়সী রদ্রিগেজ বলেছেন, ‘‘গতবার ভাগ্য আমাদের সহায় ছিলো না। অবশ্যই সব দোষ রেফারির নয়! আমি বিশ্বাস করি কোনো দল যখন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে, তখন তাদেরকে সবকিছুই সঠিকভাবে করতে হয়। কোন দল কম ভুল করে জিতে, কোন দল ভালো খেলে জিতে। আমাদের আরো সতর্ক হতে হবে। কারণ এখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মত বড় ক্লাবগুলো খেলে। সেজন্যই শিরোপা জিততে হলে অবশ্যই ভালো খেলতে হবে।’’

জপ হেইঙ্কেসের স্থানে এবারের গ্রীষ্মে বায়ার্নের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন নিকো কোভাচ। ফ্রাংকফুর্টের হয়ে তিনটি সফল মৌসুম কাটানোর পরে ৪৬ বছর বয়সী জার্মান কোভাচ বায়ার্নে যোগ দিয়েছেন। ২০১৩ সালের পরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে হলে কোভাচের অধীনে খুবই ভালাে কিছু করে দেখাতে হবে বেভারিয়ান্সদের। রদ্রিগেজ আরাে বলেছেন নতুন বসের অধীনে নতুন মৌসুম শুরু করার জন্য তিনি মুখিয়ে আছেন।

গত জার্মান কাপের ফাইনালে কোভাচের দলের কাছে পরাজিত হয়েছিল বায়ার্ন।

Loading...