loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি আর নেই

আবার রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা, সড়ক অবরুদ্ধ


আবার রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা, সড়ক অবরুদ্ধ

রাজধানীতে গত রবিবার (২৯ জুলাই) বাসচাপায় কলেজ-শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রয়েছে । ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে শিক্ষার্থীরা আজ চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলাে।

ঢাকার ফার্মগেটে রাজপথে অবস্থান নেয় সরকারি বিজ্ঞান কলেজের ছাত্ররা। তাঁদের অবস্থানের কারণে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের এক পাশে প্রায় ২৫-৩০ মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিচার চেয়ে তাঁদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। সকাল ১০টার দিকে মিছিল করে কারওয়ান বাজারের দিকে আসে। এখানে ছাত্ররা বাসে উঠে চালকদের লাইসেন্স দেখতে চেয়েছে। বেশ কয়েকজন বাস চালকের কাছ থেকে তাঁরা গাড়ির চাবি নিয়ে গেছে বলে জানা গেছে।

হযরত শাজজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কসহ ঢাকার অন্যান্য এলাকাতেও শিক্ষার্থীরা মিছিল ও সড়ক অবরোধ করেছে। ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিলে মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই হাজার শিক্ষার্থী সেখান থেকে মিছিল করে শাহবাগ মোড়ে গিয়ে রাস্তায় বসে পড়ে।

এছাড়া মিরপুরে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থী মিরপুর-১০ এলাকায় মিছিল করেছে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে।

গতকালের মতো আজও রাজধানীতে স্বল্পসংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। রাজধানীর প্রবেশমুখ গাবতলী বাস টার্মিনাল থেকে অল্প কিছু বাস ছেড়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। বলা বাহুল্য, রাস্তায় বাস কম থাকায় ভীষণ সমস্যায় পড়েছেন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও বাস না-পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন।

Loading...