loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

২০ লাখ টাকার সঞ্চয়পত্র পেলাে দিয়া ও রাজিবের পরিবার


২০ লাখ টাকার সঞ্চয়পত্র পেলাে দিয়া ও রাজিবের পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজধানীর এয়ারপোর্ট রোডে সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ শিক্ষার্থী দিয়া ও রাজিবের পরিবার আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রধানমন্ত্রী এ-সময় শিক্ষার্থীদের বাবা-মাকে সমবেদনা জানান এবং পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শেখ হাসিনা প্রতি পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে এ-খবর জানানো হয়েছে।

গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে জাবাল-এ-নূর পরিবহনের বেপরোয়া বাসের চাপায় নিহত হন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম (১৫) ও আবদুল করিম রাজীব (১৬)। আহত হন আরও কয়েকজন। এ-ঘটনার প্রতিবাদে তখন থেকেই ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বেশ কয়েকটি জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীরাও রাজপথ অবরােধে নামে - যা চলছিলো এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইন পাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

Loading...