loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জিম্বাবুয়ের নির্বাচনে এমারসন নানগাগওয়ার জয়


জিম্বাবুয়ের নির্বাচনে এমারসন নানগাগওয়ার জয়

জিম্বাবুয়ের জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন রাষ্ট্রপতি এমারসন নানগাগওয়া। জিম্বাবুয়ের নির্বাচন কমিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ৩০ জুলাই অনুষ্ঠিত ভোটের সবকয়টি প্রদেশের ফলাফল ঘোষণার পর নানগাগওয়া ৫০.৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসা পেয়েছেন ৪৪.৩ শতাংশ ভোট।

ফল ঘোষণার পরে রাষ্ট্রপতি নানগাগওয়া টুইটারে এই নির্বাচনকে একটি ‘নতুন সূচনা’ আখ্যা দিয়ে বলেন, চলুন সবাই একসঙ্গে শান্তি, একতা ও ভালোবাসা নিয়ে একটি নতুন জিম্বাবুয়ের সূচনা করি।

রবার্ট মুগাবের টানা শাসনের প্রায় চার দশক পরে সোমবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে খুব অল্প ব্যবধানে জয়ের পরও ৫০ শতাংশের বেশি ভোট লাভ করায় চামিসার সঙ্গে দ্বিতীয় দফায় নির্বাচনে লড়তে হচ্ছে না ৭৫ বছর বয়সী নানগাগওয়াকে।

এদিকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে চামিসার এমডিসি জোট। তাঁরা বলছে ভোট গণনার বিষয়টি কলুষিত করা হয়েছে - যা অনুমোদন করা উচিত নয়। তবে জিম্বাবুয়ের ইলেক্টরাল কমিশন (জেক) বলছে, নির্বাচনে কোনো প্রকার ছলচাতুরীর ঘটনা ঘটেনি।

দেশটিতে ৩৭ বছর ধরে ক্ষমতায় ছিলেন ৯৪ বছর বয়সী রবার্ট মুগাবে। এরপর সামরিক বাহিনীর হস্তক্ষেপে ২০১৭ সালের নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তাঁর পদত্যাগের পরে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব বর্তায় ৭৫ বছর বয়সী ভাইস-প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার উপর। এই নানগাগওয়া-ই ফের গড়তে চলেছেন নতুন সরকার।

এদিকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বুধবার (১ অগাস্ট) রাজধানী হারারের রাস্তায় বিরোধী দলের নেতাকর্মীরা ‘‘দাঙ্গা বাঁধানোর চেষ্টা’’ করায় তাঁদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে সেনাবাহিনী। এতে এমডিসি জোটের তিনজন সমর্থক নিহত হন।

Loading...