loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

পাঁচটি বাস পেলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ


পাঁচটি বাস পেলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে পাঁচটি বাস দেওয়া হয়েছে। শনিবার (৪ অগাস্ট) সকালে ঢাকা সেনানিবাসে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বাসগুলো দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পােরেশন (বিআরটিসি)’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া ছাত্র-ছাত্রীদের বাসের চাবি তুলে দেন।বাসগুলোর মধ্যে একটি ডাবল ডেকার, তিনটি সিঙ্গেল ডেক এবং একটি ৩০ সিটের মিনিবাস।

কলেজের পক্ষে চাবি গ্রহণ করেন ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল করিম সরওয়ার হাসান। এসময় উপস্থিত ছিলেন রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষসহ আরাে অনেকে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গত রোববার (২৯ জুলাই) কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় এই কলেজের দুইজন শিক্ষার্থী নিহত হন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২ অগাস্ট) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের নিজ কার্যালয়ে নিয়ে এসে তাঁদের সমবেদনা জানান এবং দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র অনুদান দেন।

এসময় প্রধানমন্ত্রী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে পাঁচটি বাস দেওয়াসহ নিরাপদ সড়ক বাস্তবায়নে ও দুর্ঘটনারোধে রমিজ উদ্দিন স্কুল সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ, দেশের প্রতিটি স্কুল সংলগ্ন রাস্তায় গতিরােধক বসানো এবং শুধু স্কুলের জন্য প্ল্যাকার্ড সম্বলিত বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।

রোববারের দুর্ঘটনার পরে শিক্ষার্থীরা ঢাকার রাজপথে নেমে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকার দেশের প্রতিটি স্কুলসংলগ্ন রাস্তায় গতিরােধক নির্মাণ, স্কুলের পাশে বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ, জাবালে নূরের রুট পারমিট বাতিল, লাইসেন্সবিহীন ভুয়া চালকদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। এছাড়া জাবালে নূরের মালিক ও চালককে গ্রেফতার এবং তাদের সর্বোচ্চ শাস্তির পদক্ষেপ নেওয়া হয়েছে।

Loading...