loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছে পিএসজি


ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছে পিএসজি

ফ্রেঞ্চ সুপার কাপে এএস মোনাকোকে ৪-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই জয়ের ফলে প্যারিসের এই ক্লাবটি টানা ষষ্ঠবারের মতো ফরাসি সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। শনিবার (৪ অগাস্ট) চীনে অনুষ্ঠিত ম্যাচে ফেব্রুয়ারির পরে এই প্রথম পিএসজির হয়ে মাঠে নামেন ব্রাজিলীয়ান তারকা নেইমার। এদিন এঞ্জেল ডি মারিয়া জোড়া গোল করেন। 

নেইমারকে অবশ্য নামানো হয় বদলি হিসেবে। ম্যাচের ৭৬তম মিনিটে মাঠে নামেন তিনি। চলতি বছরের শুরুর দিকে মার্শেইয়ের বিপক্ষে খেলায় বড় ধরনের আঘাত পেয়ে মাঠের বাইের ছিলেন দীর্ঘদিন। এরপর অস্ত্রোপচার করিয়ে রাশিয়া বিশ্বকাপে খেলতে যান।

পিএসজি এদিন শুরু থেকে আক্রমণ করতে থাকে। ৩৩ মিনিটের সময় ফ্রি-কিক থেকে বাঁপায়ের শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। এরপর ৪০ মিনিটের সময় দ্বিতীয় গোল পেয়ে যায় পিএসজি। সেই গোলটি করেন ক্রিস্টোফার কুন্কু।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে ৬৭ মিনিটের সময় ব্যবধান ৩-০ করেন আরেক ফরোয়ার্ড টিমোথি। ডি মারিয়া নিজের দ্বিতীয় গোল করেন যোগ হওয়া সময়ে।

Loading...