loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

এখনাে গণপরিবহন-শূন্য রাজধানী


এখনাে গণপরিবহন-শূন্য রাজধানী

রাজধানী ঢাকার গণপরিবহন-স্থবিরতা রবিবার (৫ অগাস্ট) অষ্টম দিনে গড়ালো। বাসশূন্য ঢাকায় গন্তব্যে পৌঁছাতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। রাস্তায় বিআরটিসি’র সীমিত সংখ্যক বাস ছাড়া গণপরিবহন দেখা যাচ্ছে না বললেই চলে। এখন নগরবাসীর ভরসা রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও ট্রাক, ভ্যান, পিকআপ প্রভৃতি। অল্প কিছু মাইক্রােবাস, ব্যক্তিগত গাড়ি মালিকের চােখ এড়িয়ে ভাড়ায় যাচ্ছেন। হেঁটে গন্তব্যে যাতায়াত করছেন খেটে-খাওয়া মানৃুষ।

পরিস্থিতির কথা মাথায় রেখে অনেকেই আজ ভোররাতে বাসা থেকে বের হয়েছেন। যে-কারণে সকাল থেকেই রাস্তায় জনতার ঢল দেখা গেছে আজ। কোনো কোনো এলাকায় সকাল সাড়ে ৮টায়ও কোনো বাসের দেখা মেলেনি। তাই জনভােগান্তি কােন পর্যায়ে তা বলাই বাহুল্য।

সিএনজি, অটোরিকশা, লেগুনাগুলােতে দেখা গেছে উপচে পড়া ভিড়। আসনগুলাে পূর্ণ তো বটেই - পাদানিতেও ঝুলে যাতায়াত করছে তিন-চারজন করে যাত্রী। বিআরটিসির বাসেও গাদাগাদি করে যাত্রী বহন করায় জীবন ওষ্ঠাগত হওয়ার অবস্থা। এই সুযােগে লাফিয়ে বেড়ে গেছে রিকশা, সিএনজি ভাড়া।

২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই কলেজ-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঘাতক পরিবহন জাবালে নূর বন্ধ ছিলো। ধীরে ধীরে অলিখিত ধর্মঘটে গেছে সব রুটের পরিবহনগুলাে। বন্ধ রয়েছে আন্তঃজেলার বাসগুলাে। গতকাল পর্যন্ত বাসের রাত্রিকালীন সেবা চললেও আজ সেটাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে। 

এ-অবস্থা আর কতদিন চলবে - এমন প্রশ্ন এখন বেশিরভাগ নগরবাসীর।

Loading...