loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • রাসায়নিক গুদাম সরাতে সহযোগিতার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

  • বেসিস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সফটএক্সপোর যৌথ আয়োজক

‘ওয়াকার’ ফুটওয়্যারের আরও তিনটি শোরুম চালু


‘ওয়াকার’ ফুটওয়্যারের আরও তিনটি শোরুম চালু

দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের ফুটওয়্যার ব্রান্ড ‘ওয়াকার’ আরও তিনটি শোরুম চালু করেছে। সম্প্রতি রাজধানীর খিলগাঁও, নারায়নগঞ্জের ভুলতা এবং নরসিংদী সদরে শোরুমগুলো উদ্বোধন করেন আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

 বতর্মানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ওয়াকার ফুটওয়্যারের ১৯ টি শোরুম চালু রয়েছে। ওয়াকার শোরুমে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সব বয়সীদের জন্য আকর্ষনীয় ডিজাইনের জুতা ও ফ্যাশন এক্সেসরিজ পাওয়া যাচ্ছে।

ওয়াকার ফুটওয়্যার এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানিসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...