loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সড়ক নিরাপত্তা মেনে চলায় ২০০ রাইডারকে পুরস্কৃত করলো পাঠাও


সড়ক নিরাপত্তা মেনে চলায় ২০০ রাইডারকে পুরস্কৃত করলো পাঠাও

ইউজার ও রাইডারের নিরাপত্তা নিশ্চিত করতে পাঠাও বদ্ধপরিকর। সড়ক নিরাপত্তা-সংক্রান্ত সচেতনতা বাড়াতে পাঠাও গত কয়েক মাস ধরে ‘সেফটি হিরোস’ ক্যাম্পেইন চালাচ্ছে - যার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে প্রায় ২০০ রাইডাররা জিতে নিচ্ছে বিভিন্ন ধরণের পুরস্কার। 

পাঠাও ওয়াক-ইন-সেন্টার থেকে নিয়মিত হেলমেট বিতরণসহ নির্দিষ্ট রেগুলার রাইডারদের জন্য বিশেষ পুরস্কার জেতার সুযোগ করে দিচ্ছে পাঠাও কর্তৃপক্ষ। যেসব রাইডারদের সেফটি রেটিং ৯০% এর উপরে তাঁরা সাপ্তাহিক বুফ্যে ডিনার, ইঞ্জিন অয়েল, গ্লাভস, চার্জার, ১০০% কমিশন সহ বিভিন্ন ধরণের পুরস্কার পাচ্ছেন। 

বুফ্যে বিজয়ীদের মধ্যে ঢাকার বিজয়ীরা Long Beach Suites, চট্টগ্রামের বিজয়ীরা The Pavilion, এবং সিলেটের বিজয়ীরা Rose View Hotel-এ বুফ্যে ডিনার করার সুযোগ পাচ্ছেন। 

উল্লেখ্য, গত রমজান মাসে রাইডারদের সম্মানার্থে অনুষ্ঠিত Celebrating Heroes of Pathao ইফতার প্রোগ্রাম থেকে এই ক্যাম্পেইন চালু করে পাঠাও - যেখানে এক হাজার হেলমেট বিতরণ করা হয়েছিলো। গত ২০ জুলাই পর্যন্ত পাঠাও বিতরণ করেছে প্রায় ৬ হাজার হেলমেট এবং আগামী কয়েক মাসে আরো হেলমেট প্রদান করা হবে। 

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...