loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

মাইলস-এ ফিরলেন শাফিন আহমেদ


মাইলস-এ ফিরলেন শাফিন আহমেদ

গত বছর হঠাৎ করেই ভাঙনের শিকার হয় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। দল ছাড়েন ভোকাল ও বেইজ গিটারিস্ট শাফিন আহমেদ। এরপর প্রায় আট মাস মাইলস কাটিয়েছে শাফিন আহমেদকে ছাড়াই। যাহোক, এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে ব্যান্ডটি।

বৃহস্পতিবার (৯ অগাস্ট)  নিজেদের ফেইসবুক ফ্যান পেইজে একটি পোস্ট দিয়েছে মাইলস। সেখানে লেখা হয়েছে, ‘‘We are happy to inform all our fans and well-wishers that Miles have resolved their differences within the band and will continue to perform and record with the original line up, with immediate effect. We seek your blessings for Miles to continue it's hugely successful journey in Bangladesh's music.’’

(আমরা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাইলস তাদের মধ্যকার দূরত্ব মিটিয়েছে এবং শিগগিরই নিয়মিতভাবে মূল লাইন আপ নিয়ে গান রেকর্ড ও অনুষ্ঠান করবে। আমরা সবার কাছে আশীর্বাদ চাই যেন মাইলস বাংলাদেশের সঙ্গীতে এর বিশাল সফল পথচলা অব্যাহত রাখতে পারে)। 

এই পোস্টের সাথে মাইলসের পাঁচ সদস্যের দলীয় ছবি দেয়া হয়।

১৯৭৯ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ‘মাইলস’। শাফিন আহমেদ ছাড়া দলের বর্তমান সদস্যরা হলেন: হামিন আহমেদ (ভোকাল ও লিড গিটারিস্ট), মানাম আহমেদ (কিবোর্ড), ইকবাল আসিফ জুয়েল (লিড গিটার) ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস)।

Loading...