loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল আর নেই


সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল আর নেই

২০০১ সালে সাহিত্যে নোবেল পাওয়া লেখক ভি এস নাইপল মারা গেছেন। লন্ডনে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। লেখকের পরিবারের বরাত দিয়ে রোববার (১২ অগাস্ট) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ-খবর প্রকাশিত হয়েছে। 

ভি এস নাইপল ত্রিনিদাদ ও টোবাগোতে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক। তিনি ৩০টির বেশি বই লিখেছেন। ১৯৭১ সালে তিনি বুকার পুরস্কার পান। আর ২০০১ সালে পান সাহিত্যে নোবেল। 

তাঁর পিতামহ ভারত থেকে পাড়ি জমান ত্রিনিদাদ ও টোবাগোতে। সেখানেই ১৯৩২ সালে জন্ম হয় নাইপলের।

নাইপলের বাবা ছিলেন লেখক-সাংবাদিক। পরে সেই পথে হাঁটেন তিনিও।

Loading...