loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

ফেইসবুক পেইজ চালাতে নতুন নিয়ম


ফেইসবুক পেইজ চালাতে নতুন নিয়ম

যতই দিন যাচ্ছে ততই ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফেইসবুক নিয়ে ব্যবহারকারীদের অভিযোগও বাড়ছে। আর এজন্যই পেইজ চালানোর ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা তৈরি ও ফেইক অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধে নতুন নিয়ম করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। শুক্রবার (১০ অগাস্ট) এক বিবৃতিতে খবরটি জানায় ফেইসবুক।

বিবৃতিতে বলা হয়, অনেক বেশি অডিয়েন্স কিংবা ফলোয়ার আছে এরকম পেইজগুলোকে তাদের লোকেশন অর্থাৎ অবস্থান সম্পর্কে নিশ্চিত করতে হবে। এটা না করলে পেইজের এডমিনরা নতুন কোনও পোস্ট প্রকাশ করতে পারবেন না। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

তবে নতুন এই নিয়মের আওতাভুক্ত হওয়ার জন্য পেইজে কত সংখ্যক ফলোয়ার থাকতে হবে সেটা অবশ্য ফেইসবুক নির্দিষ্ট করে বলেনি। তবে যেসব পেইজের অডিয়েন্স যুক্তরাষ্ট্রে আছে, প্রাথমিকভাবে সেসব পেইজকে এই নিয়মের আওতাভুক্ত করা হচ্ছে। তবে নতুন এই নিয়ম ভেরিফাইড ফেইসবুক পেইজগুলোর জন্য প্রযোজ্য নয়। নিয়মটি চালু করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানো ঠেকানোর জন্য।

নতুন এই নিয়ম যুক্তরাষ্ট্রের বাইরে চালু করা হবে কি না সে-সম্পর্কে এমা রজার্স নিশ্চিত করে কিছু বলা হয়নি। জানা গেছে, প্রাথমিকভাবে চালু করার পরে ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Loading...