loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইউএস ওপেন: তৃতীয় রাউন্ডে ফেদেরার-জকোভিচ


ইউএস ওপেন: তৃতীয় রাউন্ডে ফেদেরার-জকোভিচ

২০১৮ ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও ষষ্ঠ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডে ফেদেরার প্রতিপক্ষ ছিলেন অবাছাই ফ্রান্সের বেনোইত পাইরে। 

অভিজ্ঞতা ও র‌্যাংকিং-এর দিক দিয়ে ফেদেরার চেয়ে বেশ পিছিয়ে পাইরে। ম্যাচে লড়াইয়ের ছিটেফোটাও দেখাতে পারেনি পাইরি। তারপরও ম্যাচ জিততে ১ ঘন্টা ৫৭ মিনিট সময় লেগেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরারের। 

৭-৫, ৬-৪ ও ৬-৪ গেমে জয় তুলে নেন ফেদেরার। পাইরের খেলার প্রশংসাই করলেন ফেদেরার, ‘‘তাঁর বিপক্ষে খেলতে গিয়ে আমার সমস্যায় পড়তে হয়েছে। মাঝে-মাঝে আমাকে চিন্তায় ফেলে দিয়েছিলো সে। জিততে না-পারলেও এই ম্যাচে ভালো খেলেছে সে।’’

ফেদেরার সরাসরি সেটে জিতলেও, জকোভিচকে জিততে ঘাম ঝড়াতে হয়েছে। অবাছাই যুক্তরাষ্ট্রের তেনিস স্যান্ডগ্রেনের বিপক্ষে ৩-১ সেটের ব্যবধানে জয় পান জকোভিচ। 

প্রথম দু’সেট সহজেই জিতছিলেন দু’বারের চ্যাম্পিয়ন জকোভিচ। তবে তৃতীয় সেটে জকোভিচকে হারের স্বাদ দেন স্যান্ডগ্রেন । সেটকে টাইব্রেকারে নিয়ে ৭-৬ (৭/২) গেমে জয় তুলে নেন তিনি। এতে ম্যাচে উত্তেজনা সৃষ্টি হয়। তবে চতুর্থ সেটে জয় তুলে নিয়ে ম্যাচের ইতি টানেন জকোভিচ। ৬-২ গেমে চতুর্থ সেটটি জিতেন তিনি। ২ ঘন্টা ৪৬ মিনিট স্থায়ী ছিলো ম্যাচটি।

- সূত্র: খেলাধুলা-বিষয়ক ওয়েবসাইট

Loading...